মুনা ওয়েস্ট জোনের বিশেষ আয়োজন “ফ্যামিলি নাইট”

মুনা সাংগঠনিক ডেস্ক | ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১৯

ছবি : ফেসবুক থেকে ছবি : ফেসবুক থেকে

মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা – মুনা ওয়েস্ট জোন আয়োজন করতে যাচ্ছে “ফ্যামিলি নাইট”।

আগামী ২৭ সেপ্টেম্বর শনিবার হলিউড মসজীদে অনুষ্ঠিতব্য এই আয়োজনের প্রধান আলোচক ও মেহমান হিসেবে থাকছেন উস্তাদ আবু সামিহাহ সিরাজুল ইসলাম।

অলোচনা পর্ব দুইটি সেশনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আয়োজকবৃন্দ। প্রথম সেশনটি হবে যুব সমাজের জন্য, যা সন্ধ্যা ৫:৩০টায় শুরু হবে। এই সেশনে নবম গ্রেড থেকে উচ্চ শ্রেণির ছেলে-মেয়েরা অংশগ্রহণ করতে পারবেন। পরবর্তী সেশনটি শুরু হবে সন্ধ্যা ৬:৩০টায়, যেখানে বড় ভাই ও বোনদের সকল প্রশ্নের কুরআন ও সুন্নাহভিত্তিক উত্তর দেয়া হবে।

আলোচনা শেষে অংশগ্রহণকারীদের জন্য খাবারের ব্যবস্থা রাখা হয়েছে।

 

সোর্স : ফেসবুক

 



আপনার মূল্যবান মতামত দিন: