মুনা ইয়্যুথ টিমের মহৎ আয়োজন, প্রসপেক্ট পার্কে খাবার বিতরণ ও দাওয়াহ টেবিল

মুনা সাংগঠনিক ডেস্ক | ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫৪

ছবি : ফেসবুক থেকে ছবি : ফেসবুক থেকে

গত ২১ সেপ্টেম্বর, রবিবার মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা – মুনা’র ইয়্যুথ টিম প্রসপেক্ট পার্কে একটি স্ট্রিট ফুড ড্রাইভ আয়োজন করে।

এই আয়োজনের মাধ্যমে তারা উক্ত এলাকার অসহায় ও গৃহহীনদের মাঝে খাবার বিতরণ করে। পাশাপাশি একটি দাওয়াহ টেবিলও রাখা হয়, যার মাধ্যমে স্থানীয় লোকজনের কাছেইসলামিক বার্তা পৌঁছে দেয়।

মুনা’র ইয়্যুথ টিম তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে এই কর্মসূচি সফল করেন এবং গ্রহণকারীরাও এই উদ্যোগকে আন্তরিকভাবে গ্রহণ করেন।

 

সোর্স : ফেসবুক



আপনার মূল্যবান মতামত দিন: