“সীরাতুন্নবী (সা.) মাহফিল ২০২৫”-এর আয়োজন করতে যাচ্ছে হলিউড মসজিদ

মুনা সাংগঠনিক ডেস্ক | ১ অক্টোবর ২০২৫ ২০:১৮

ছবি : ফেসবুক থেকে ছবি : ফেসবুক থেকে

হলিউড মসজিদের উদ্যোগে আগামী ৪ অক্টোবর (শনিবার) ক্যালিফোর্নিয়া মুনা সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে “সীরাতুন্নবী (সা.) মাহফিল ২০২৫”।

বিকাল ৬টায় (লস অ্যাঞ্জেলেস সময়) অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশেষ মাহফিলে থাকছেন দেশ-বিদেশের খ্যাতনামা বক্তারা।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ — লেখক, গবেষক ও জনপ্রিয় দাঈ, বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ।

বিশেষ বক্তা হিসেবে থাকবেন মুনা’র ন্যাশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর আনিসুর রহমান গাজী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন হলিউড মসজিদের প্রেসিডেন্ট আব্দুল মান্নান এবং অতিথিদের আমন্ত্রণ জানিয়েছেন আব্দুল মালেক, সেক্রেটারি, হলিউড মসজিদ।

সীরাতুন্নবী (সা.) স্মরণে আয়োজিত এই মাহফিলে কমিউনিটির সকল সদস্যকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছে আয়োজকবৃন্দ।

 

সোর্স : ফেসবুক



আপনার মূল্যবান মতামত দিন: