
গত ১২ অক্টোবর (রবিবার) মুনা ইস্ট জোন কালচারাল ডিপার্টমেন্টের উদ্যোগে এবং আটলান্টিক কালচারাল গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত হয় নাতে রাসূল (সা.) সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানটি দুপুর ১২ টায় শুরু হয়।
মুনা ইস্ট জোনের প্রেসিডেন্ট মাহমুদুল কাদির তফাদারের স্বাগত বক্তব্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। তিনি বলেন, “সংস্কৃতি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এটি মনের অবসাদ দূর করে এবং মনকে প্রফুল্ল রাখে। ইসলামিক সংস্কৃতি না লালন করলে বিকৃত সংস্কৃতি সেই জায়গা দখল করবে।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জনপ্রিয় কণ্ঠশিল্পী সাইফুল্লাহ মানছুর অনলাইনে যুক্ত হয়ে তার মূল্যবান বক্তব্য রাখেন। তিনি বলেন, "যখন মানুষের পবিত্র অন্তরে ইসলামিক সংস্কৃতি লালন হবে না, তখন সেই অন্তর শয়তান দখল করবে। সংস্কৃতি মানুষের মাঝে দ্বীনের আলো ছড়িয়ে দিতে সাহায্য করে।"
অনুষ্ঠানে আরও যুক্ত হন (অনলাইনে) মুনা ন্যাশনাল মিডিয়া এবং কালচারাল ডিপার্টমেন্টের ডিরেক্টর আনিসুর রহমান গাজী, যিনি এই ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য মুনা ইস্ট জোন এবং আটলান্টিক কালচারাল গ্রুপের প্রশংসায় করেন। তিনি বলেন, “প্রকৃত নেতা হচ্ছে মহানবী (সা.)। তাকে দৃঢ়ভাবে অন্তরে লালন করতে হবে।” আনিসুর রহমান গাজী তার বক্তব্যের পর একটি নাশিদ পরিবেশন করে অনুষ্ঠান শেষ করেন।
প্রসঙ্গত, উক্ত অনুষ্ঠানে এদিন নাশিদ পেশ করেন আটলান্টিক কালচারাল গ্রুপ, প্রধান অতিথি মুনা ন্যাশনাল মিডিয়া এবং কালচারাল ডিপার্টমেন্ট ডিরেক্টর আনিসুর রহমান গাজী এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী সাইফুল্লাহ মানছুর।
সোর্স : ফেসবুক
আপনার মূল্যবান মতামত দিন: