মুসল্লি শূণ্য পবিত্র মসজিদুল আকসা প্রাঙ্গণ : সংগৃহীত ছবি
                                    
গত সপ্তাহের জুমার নামাজের মতো আজও পবিত্র মসজিদুল আকাসায় প্রবেশে বিধি-নিষেধ আরোপ করেছে দখলদার ইসরায়েলি পুলিশ। তাই অধিকাংশ মুসল্লি পবিত্র এ স্থানে জুমার নামাজ পড়তে পারেননি। ২০ অক্টোবর শুক্রবার জেরুজালেমের ইসলামিক ওয়াকফ বিভাগ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
ওয়াকফ বিভাগ জানায়, সাধারণত পবিত্র মসজিদুল আকসায় ৫০ হাজারের বেশি লোক জুমার নামাজ পড়তে সমবেত হন। কিন্তু আজ মাত্র পাঁচ হাজার লোককে মসজিদ প্রাঙ্গণে প্রবেশের অনুমোদন দেয় দখলদার ইসরায়েলি পুলিশ। তারা শুধুমাত্র ৬৫ বছরের বেশি বয়সী মুসল্লিদের প্রবেশ করতে দেয়।
আল আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশে বাধা দেওয়ার ফলে মসজিদ ও মসজিদ প্রাঙ্গণ ছিল মুসল্লি শূণ্য। অন্যদিকে মসজিদে প্রবেশ করতে না দেওয়ায় সেখানকার মুসলমানরা রাস্তায় নামাজ আদায় করতে বাধ্য হন। এমন আচরণে তীব্র অসন্তোষ জানিয়েছে স্থানীয়রা।
ওয়াকফ কর্তৃপক্ষ আরো জানায়, গতকাল বৃহস্পতিবার থেকে ইসরায়েলি পুলিশ মসজিদ প্রাঙ্গণে প্রবেশে কঠোরতা শুরু করে। গত শুক্রবারের মতো আজও জুমার নামাজ আদায়ে এ বিধি-নিষেধ অব্যাহত ছিল। ফলে মুসল্লিরা আল-আকসার বাইরের বিভিন্ন সড়কে নামাজ পড়েন।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে নজিরবিহীন সংঘর্ষ শুরু হয়। এতে গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত চার হাজার মানুষ মারা গেছে। যার মধ্যে এক-তৃতীয়াংশ শিশু রয়েছে।
সর্বশেষ গত মঙ্গলবার রাতে গাজার আল-আহলি হাসপাতালে হামলায় প্রায় পাঁচ শ শিশু নিহত হয়। অপরদিকে ইসরায়েলে হামাসের হামলায় এখন পর্যন্ত দেড় হাজার মানুষ নিহত হয়।
            
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: