12/19/2025 ইমরান খান জীবিত না মৃত, প্রশ্ন ছেলের
মুনা নিউজ ডেস্ক
২৮ নভেম্বর ২০২৫ ১৭:৩৬
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগারে হত্যা করা হয়েছে এমন এক ভয়াবহ খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে, যা ঘিরে উত্তাল গোটা পাকিস্তান। যদিও এই খবরের কোনো সত্যতা পাওয়া যায়নি। পাশাপাশি কারাগার কর্তৃপক্ষ ইমরান খান সুস্থ আছেন বলে বিবৃতিও দিয়েছে। তবু জনমনে সৃষ্টি হয়েছে তীব্র উদ্বেগ ও ক্ষোভ।
২০২৩ সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু গেল তিন সপ্তাহ ধরে তার সঙ্গে দেখা করা বা তার শারীরিক অবস্থা জানার কোনো সুযোগ পাচ্ছে না কেউ।
ইমরান খানের তিন বোন জানিয়েছেন, তারা টানা তিন সপ্তাহ চেষ্টা করেও ভাইয়ের সঙ্গে দেখা করতে পারেননি। কারাগারের অভ্যন্তরে তিনি কেমন আছেন, সে তথ্য সম্পূর্ণ অজানা। এই পরিস্থিতিতে হঠাৎ করে তাকে হত্যার গুজব ছড়িয়ে পড়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশেষত ভারতীয় ও আফগান সোশ্যাল মিডিয়া সাইটগুলো এই গুজবে যেন ঘি ঢালছে। ইমরান খানের অবস্থা জানার জন্য হাজার হাজার মানুষ কারাগারের সামনে ভিড় জমায়।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানের মৃত্যুর গুজবের মধ্যে আদিয়ালা কারাগারের সামনে বিক্ষোভ শুরু হয়েছে। পিটিআইয়ের অভিযোগ, সেখানে তার তিন বোনকেও পুলিশ পিটিয়েছে। এই বিতর্কে নতুন করে উসকানি দিয়েছেন তারই ছোট ছেলে কাসিম খান।
তার দাবি অনুযায়ী, পরিবারের কাছে এখনো তার বাবার বেঁচে থাকার কোনো প্রমাণ নেই! সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত এক বিবৃতিতে কাসিম বলেছেন, তার বাবা ৮৪৫ দিন ধরে আটক আছেন। এই সম্পূর্ণ ব্ল্যাকআউট কোনো নিরাপত্তা প্রোটোকল নয়। এটি তার অবস্থা গোপন করার একটি সুস্পষ্ট প্রচেষ্টা, যাতে তারা জানতে না পারেন তিনি আদৌ নিরাপদ আছেন কি না।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.