12/17/2025 হাদিকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হতে পারে : চিকিৎসক
মুনা নিউজ ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২৫ ১৭:২২
গুলিবিদ্ধ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে বিদেশে নেয়ার বিষয়টি পরিবার চূড়ান্ত করবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন ডা. মোহাম্মদ আব্দুল আহাদ।
রোববার এভারকেয়ার হাসপাতালে হাদির শারীরিক অবস্থার খোঁজ নিতে এসে ব্রিফিংয়ে একথা জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন ডা. মোহাম্মদ আব্দুল আহাদ।
তিনি বলেন, হাদির শারীরিক অবস্থা আশঙ্কাজনক।সকালে তার পুনরায় সিটিস্ক্যান করা হয়েছে। এতে দেখা গেছে, মস্তিষ্কে মারাত্মক ক্ষতি হয়েছে। মস্তিষ্কের পাশাপাশি কিডনিও কাজ করছিল না,যদিও পরে কিডনির কার্যক্ষমতা ফিরে এসেছে। এ ছাড়া গুলি মস্তিষ্কের টেম্পোরাল ব্যারিয়ার ভেদ হয়ে গেছে।
এই চিকিৎসক জানান, মস্তিষ্কে অক্সিজেনের স্বল্পতা ছিল এবং সেখানে রক্ত জমাট বেঁধে আছে। লাইফ সাপোর্টে ফুসফুস অপরিবর্তিত অবস্থায় রয়েছে। খুব কাছ থেকে তাকে গুলি করা হয়েছে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে রক্তনালিগুলো রয়েছে, সেগুলোর পাশ দিয়েই গুলি ভেদ করে গেছে।
তিনি আরও বলেন, তার সিঙ্গাপুর এবং থাইল্যান্ডের হসপিটালগুলোতে কেস সামারি তার পরিবার পাঠিয়েছে। যেসব হসপিটাল এ বিষয়ে সাড়া দেবে, পরে তার পরিবার সিদ্ধান্ত নেবে তখন যে আসলে কোন হসপিটালে তাকে নেওয়া যেতে পারে। তবে এটা তার পরিবারের সিদ্ধান্তটাই চূড়ান্ত বলে আমরা মনে করি। তবে হাসপাতালগুলো এখনও ওইভাবে সাড়া দেয়নি। হয়তো ওরা কেস সামারি এনালাইসিস করছে।
তার জিসিএস কোন পর্যায়ে আছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জিসিএস তার এখনও তিনই আছে। জিসিএস যেরকম অপারেশনের আগে ছিল, অপারেশনের সময় যেরকম ছিল ঠিক এখনও ঐ পর্যায়েই আছে।
এ ছাড়া শরীরের ভেতরে রয়ে যাওয়া বুলেটের কিছু অংশ অস্ত্রোপচারের মাধ্যমে বের করে আনা হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, শুক্রবার রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। ঘটনার পর থেকেই হামলাকারীদের গ্রেফতারে রাজধানীজুড়ে অভিযান পরিচালনা করছে ডিএমপি। এরইমধ্যে শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেফতার করা হয়।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.