12/16/2025 সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের উপর হামলা যুদ্ধাপরাধের সামিল : জাতিসংঘ প্রধান
মুনা নিউজ ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৬
দক্ষিণ সুদানে ড্রোন হামলা চালিয়ে ছয় বাংলাদেশি শান্তিরক্ষীকে হত্যা এবং আটজন আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সেই সঙ্গে তিনি নিহত শান্তিরক্ষীদের পরিবার এবং বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন।
শনিবার রাতে একটি এক্স-পোস্টে তিনি বলেছেন, এই কর্মকাণ্ড যুদ্ধাপরাধের শামিল হতে পারে।
গুতেরেস উল্লেখ করেন, 'সুদানের কাদুগলিতে লজিস্টিক ঘাঁটি লক্ষ্য করে যে ভয়াবহ ড্রোন হামলা চালানো হয়েছে- যার ফলে বাংলাদেশি জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা হতাহত ও আহত হয়েছেন, তার তীব্র নিন্দা জানাই।'
তিনি বলেন, 'জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর এই ধরণের আক্রমণ অযৌক্তিক এবং যুদ্ধাপরাধের পর্যায়ে পড়তে পারে। আমি সকলকে জাতিসংঘের কর্মী এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য তাদের বাধ্যবাধকতার কথা মনে করিয়ে দিচ্ছি। জবাবদিহিতা থাকা দরকার।'
এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস শনিবারের হামলাকে আন্তর্জাতিক শান্তি ও মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ বলে নিন্দা জানিয়েছেন।
সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, দক্ষিণ সুদানের আবেইতে জাতিসংঘের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত এবং আটজন আহত হয়েছেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.