12/16/2025 পিছিয়ে গেল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নতুন বোয়িং বিমান সরবরাহ
মুনা নিউজ ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৯
বিশ্বজুড়ে ‘এয়ার ফোর্স ওয়ান’ নামে পরিচিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ব্যবহারের জন্য নতুন বোয়িং বিমান সরবরাহ আবারও অন্তত এক বছর পিছিয়ে গেছে।
বিমান বাহিনীর হালনাগাদ সময়সূচি অনুযায়ী, বিশেষভাবে সজ্জিত দু’টি বোয়িং ৭৪৭-৮ বিমানের প্রথমটি (ভিসি-২৫বি নামে পরিচিত) ২০২৮ সালের আগে সেবায় যুক্ত হবে না।
রবিবার ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানান, ‘চলতি বছরের ১২ ডিসেম্বর ভিসি-২৫বি কর্মসূচির জন্য ‘দ্য বোয়িং কোম্পানি’র সঙ্গে বিদ্যমান চুক্তিতে ১ কোটি ৫৫ লাখ ডলারের একটি সংশোধনী চুক্তি করেছে।’
তিনি বলেন, খরচের বিষয়টি নতুন যোগাযোগ ব্যবস্থা সংযোজনের সঙ্গে সম্পর্কিত। এটি বর্তমান কর্মসূচির সময়সূচির মধ্যেই সম্পন্ন করা সম্ভব। প্রথম ভিসি-২৫বি বিমান ২০২৮ সালের মাঝামাঝি সময়ে সরবরাহের পরিকল্পনা রয়েছে।
এর আগে বিমান বাহিনী জানিয়েছিল, প্রথম বিমান ২০২৭ সালে সরবরাহ করা হবে। তবে তাদের পক্ষ থেকে বিলম্বের কোনো কারণ জানানো হয়নি।
এএফপি বোয়িং-এর সঙ্গে যোগাযোগ করলে, তারা কর্মসূচিটি সম্পর্কে যে কোনো প্রশ্নের জন্য বিমান বাহিনীর কাছে যেতে বলে।
২০১৮ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে স্বাক্ষরিত ওই চুক্তিতে ২০২৪ সালের শেষ নাগাদ প্রথম বিমান সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.