12/16/2025 রাশিয়ার ‘শ্যাডো ফ্লিট’ তেল রপ্তানিতে জড়িতদের ওপর নতুন নিষেধাজ্ঞা ইইউ’র
মুনা নিউজ ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৫ ২০:১৮
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে রাশিয়ার তেল রপ্তানিতে ব্যবহৃত তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’ পরিচালনায় জড়িত বলে অভিযুক্ত কম্পানি ও ব্যক্তিদের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা গ্রহণ করেছে বলে এক ইইউ কর্মকর্তা ও ইইউর অফিশিয়াল জার্নাল জানিয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় ‘শ্যাডো ফ্লিট’-এর তথাকথিত ৯ জন ‘সহযোগী’কে লক্ষ্য করা হয়েছে। এদের মধ্যে রুশ তেল কম্পানি রসনেফট ও লুক অয়েলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং ট্যাংকারের মালিকানা ও ব্যবস্থাপনায় জড়িত শিপিং কম্পানিগুলো রয়েছে। পাশাপাশি ইইউর ‘হাইব্রিড থ্রেট’ নিষেধাজ্ঞা কাঠামোর আওতায় আরো ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে ওই কর্মকর্তা জানান।
নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন কানাডীয়-পাকিস্তানি তেল ব্যবসায়ী মুরতাজা লাখানি, যিনি ট্রেডিং কম্পানি মার্কেন্টাইল অ্যান্ড মেরিটাইমের প্রধান নির্বাহী কর্মকর্তা।
ইইউর অফিশিয়াল জার্নালে বলা হয়েছে, ‘নিজের কম্পানিগুলোর মাধ্যমে তিনি রাশিয়ার তেল পরিবহন ও রপ্তানি সম্ভব করছেন—বিশেষ করে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত তেল কম্পানি রোসনেফটের তেল।’
এতে আরো বলা হয়, ‘বিশেষ করে মুরতাজা লাখানি এমন জাহাজ নিয়ন্ত্রণ করেন, যেগুলো রাশিয়া থেকে উৎপত্তি হওয়া বা রাশিয়া থেকে রপ্তানীকৃত অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য পরিবহন করে এবং এ ক্ষেত্রে অনিয়মিত ও উচ্চঝুঁকিপূর্ণ নৌপরিবহন পদ্ধতি অনুসরণ করা হয়।’
এ ছাড়া নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করা হয়েছে লুকঅয়েলের ট্রেডিং সহযোগী প্রতিষ্ঠান লিটাসকো মিডল ইস্ট ডিএমসিসির অর্থ পরিচালক ভ্যালেরি কিলদিয়ারভকে।
একই সঙ্গে ট্রেডিং ফার্ম কোরাল এনার্জির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে—যেটির নতুন নাম ২রিভারস গ্রুপ—আনার মাদাতলি, তালাত সাফারভ ও এতিবার আইয়ুবকেও তালিকাভুক্ত করা হয়েছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.