12/20/2025 অতীত না ঘেঁটে ভবিষ্যতের দিকে এগোনোর আহ্বান জামায়াত আমিরের
মুনা নিউজ ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২৫ ২০:৪২
অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি না করে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার আহ্বানও জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) লন্ডনে বাংলা গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে এই আহ্বান জানান তিনি।
বক্তব্যের শুরুতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ডা. শফিকুর রহমান।
জামায়াত আমির বলেন, ‘আমি অনুরোধ জানাই, পেছন নিয়ে যেন আমরা একটু কম ঘাঁটাঘাঁটি করি। কারণ, যে জাতি পেছন অতিরিক্ত ঘাঁটাঘাঁটি করে, সেই জাতির কোনো ভবিষ্যৎ নাই। আমরা ভবিষ্যতের আশা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।’
ভারতকে প্রতিবেশীসুলভ আচরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ভারত আমাদের বন্ধু দেশ। আমরাও চাই ভারত বন্ধু হিসেবে তার দায়িত্ব পালন করুক। দেশটির সরকারের উচিত হবে বাংলাদেশের চিহ্নিত, পলাতক ও সাজাপ্রাপ্ত যতগুলো মানুষ রয়েছে, সবাইকে বাংলাদেশের হাতে তুলে দেয়া।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘নির্বাচনে জামায়াত বিজয়ী হলে বিএনপি তা মেনে নেবে বলে আশাবাদী। একইভাবে বিএনপি বিজয়ী হলে জামায়াত শুধু তা মেনে নেবে না বরং সর্বাত্মক সহযোগিতা করবে।’
প্রবাসীদের পোস্টাল ভোটে অংশ নেয়ার আহ্বান জানানোর পাশাপাশি নির্বাচনের সময় দেশে গিয়ে ভোটাধিকার প্রয়োগের অনুরোধও জানান জামায়াত আমির।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সমসাময়িক বিষয়ে বক্তব্য দেন ডা. শফিকুর রহমান।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.