12/21/2025 হারামাইনের রক্ষার দায়িত্ব পাকিস্তানের, জিহাদে শুধু রাষ্ট্রের ক্ষমতা : সেনাপ্রধান
মুনা নিউজ ডেস্ক
২১ ডিসেম্বর ২০২৫ ১৯:১৬
পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির বলেছেন, পৃথিবীতে ৫৭টি ইসলামী দেশ রয়েছে এবং তাদের মধ্যে 'আল্লাহ আমাদের হারামাইন শরীফাইন (মক্কা ও মদিনা)-এর রক্ষক হওয়ার সম্মান দিয়েছেন।'
রোববার এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ডন জানিয়েছে, সম্প্রতি ইসলামাবাদে অনুষ্ঠিত জাতীয় উলেমা সম্মেলনে মুনির এ কথা বলেন।
তিনি পাকিস্তান এবং ১৪০০ বছর আগে সৌদি আরবে প্রতিষ্ঠিত 'ইসলামিক রাষ্ট্রের' মধ্যে সাদৃশ্য তুলে ধরেন। মুনির বলেন, 'উভয়ই একই কারণে প্রতিষ্ঠিত…একই মাসে, রমজানে প্রতিষ্ঠিত হয়েছিল এবং উভয়ের প্রতিষ্ঠায় হিজরতের বিষয়াদি জড়িত ছিল।'
ইসলামী দেশে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ ছাড়া অন্য কেউ জিহাদের নির্দেশ দিতে পারে না বলেও মন্তব্য করেন ফিল্ড মার্শাল। তিনি বলেন, 'কর্তৃপক্ষের আদেশ, অনুমতি কিংবা ইচ্ছা ছাড়া কেউ জিহাদের জন্য ফতোয়া জারি করতে পারে না।'
ডনের প্রতিবেদন বলছে, জাতীয় উলেমা সম্মেলনে সম্মেলনে ফিল্ড মার্শালের ভাষণের বিস্তারিত তথ্য এখন পর্যন্ত খুব কমই পাওয়া গেছে। ভাষণে তিনি কুরআনের একাধিক আয়াতও উদ্ধৃত করেন।
ভারতের সঙ্গে গত মে মাসে চারদিনের সংঘর্ষের কথা বলতে গিয়ে তিনি বলেন, এ সময় পাকিস্তানের প্রতিশোধমূলক অভিযান 'বুনিয়ানুম মারসুস'-এ সশস্ত্র বাহিনী 'ঐশ্বরিক সাহায্য' পেয়েছিল। তিনি বলেন, 'আমরা এটা অনুভব করেছি।'
ভাষণের সময় মুনির আফগানিস্তান এবং পাকিস্তানে সীমান্ত সন্ত্রাসবাদ সম্পর্কেও কথা বলেন।
ইসলামাবাদ বারবার কাবুলকে পাকিস্তানে হামলা চালানোর জন্য সন্ত্রাসীদের আফগান মাটি ব্যবহার বন্ধের করার আহ্বান জানিয়েছে। তবে কাবুল এই অভিযোগ অস্বীকার করে।
সম্মেলনে বিষয়টির দিকে দৃষ্টি আকর্ষণ করে সিডিএফ মুনির প্রশ্ন করেন, 'আফগানিস্তান কি আমাদের পাকিস্তানি শিশুদের রক্ত ঝরাচ্ছে না?
তিনি উল্লেখ করেন, আফগানিস্তানের তালেবানদের পাকিস্তান এবং টিটিপি'র মধ্যে একটি বেছে নিতে বলা হয়েছিল।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.