12/23/2025 সান ফ্রান্সিসকোতে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট, ১,৩০,০০০ বাড়ি বিদ্যুৎহীন
মুনা নিউজ ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৫ ১৯:০৭
সান ফ্রান্সিসকোতে প্রায় ১ লাখ ৩০ হাজার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে। শহরের এক-তৃতীয়াংশ গ্রাহকের ওপর পড়েছে এ ঘটনার সরাসরি প্রভাব।
শনিবার রিচমন্ড ও প্রেসিডিও এলাকা থেকে শুরু হয়ে গোল্ডেন গেট পার্কের আশপাশের এলাকায় বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ ও গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান পিজিএন্ডইয়ের একটি সাবস্টেশনে আগুন লাগার কারণে শহরে গণপরিবহন ও যানজটের সমস্যা দেখা দেয়। বিকালে পিজিএন্ডই জানিয়েছে গ্রিড স্থিতিশীল হয়েছে, তবে পুরোপুরি বিদ্যুৎ ফিরবে কবে তা নিশ্চিত নয়।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.