12/25/2025 লন্ডন-টরেন্টোসহ বিশ্বব্যাপী ভারতের বিরুদ্ধে বিক্ষোভে নামল শিখ সম্প্রদায়
মুনা নিউজ ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৪
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় ভারতকে অভিযুক্ত করে শিখ সম্প্রদায় বিশ্বব্যাপী বিক্ষোভ করেছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শিখ ফর জাস্টিস (এসএফজে) নামে একটি সংগঠনের ব্যানারে বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, যুক্তরাজ্যের লন্ডন, কানাডার টরেন্টো, ভ্যানকুভার, ইতালির মিলান এবং অস্ট্রেলিয়ার মেলবোর্নে বিক্ষোভ করেন তারা।
আজারবাইজানভিত্তিক ওই সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করে বলা হয়, বিক্ষোভকারীরা অভিযোগ করেন তাদের নেতা হারদ্বীপ সিং নিজ্জার এবং ওসমান হাদিকে হত্যার পেছনে ভারতের হাত রয়েছে। তারা দাবি করেন, দু’জনই ভারতের বিরোধিতা করতেন। এ কারণে তাদের হত্যা করা হয়েছে।
২০২৩ সালে কানাডার ব্রাম্পটোনে হারদ্বীপ সিং নিজ্জারকে গুলি করে আততায়ীরা। শিখ কমিউনিটির অভিযোগ ভারত সরকার এই হত্যাকাণ্ডের পেছনে জড়িত ছিল।
নিজ্জারকে হত্যার ঘটনায় ভারত ও কানাডার সরকারের মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটে।
ভারতের পাঞ্জাব রাজ্য মূলত শিখ অধ্যুষিত অঞ্চল। শিখরা সেখানে নিজেদের জন্য আলাদা স্বাধীন রাষ্ট্র গঠন করতে চায়। এক্ষেত্রে প্রবাসী শিখরা বিশ্বব্যাপী কাজ করে থাকে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.