12/26/2025 নিউইয়র্কে গত ৩ বছরের চেয়েও বেশি তুষারপাতের সম্ভাবনা
মুনা নিউজ ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২৫ ২০:০৬
আগামী কয়েক দিনের মধ্যে নিউইয়র্ক সিটিতে ভারী তুষারপাতের পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস। এর মাত্রা হতে পারে গত তিন বছরের মধ্যে সবচেয়ে বেশি।
ওয়েদার সার্ভিসের পূর্বাভাস অনুযায়ী, মহানগর এলাকার দক্ষিণ কানেকটিকাট, উত্তর নিউ জার্সি ও দক্ষিণ-পূর্ব নিউইয়র্কে তুষারপাতের মাত্রা ৫ থেকে ৭ ইঞ্চি পর্যন্ত হতে পারে। স্থানীয় সময় শুক্রবার বিকেল থেকে তুষারপাত শুরু হয়ে রাতের দিকে তীব্রতর হতে পারে। যা চলবে শনিবার সকাল নাগাদ।
নিউইয়র্ক টাইমস জানিয়েছে, সবচেয়ে ভারী তুষারপাতের সময় ধরা হয়েছে শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত। নিউইয়র্ক সিটিতে এবার তুষারপাত যদি ৪ ইঞ্চির বেশি হয়, তাহলে তা ২০২২ সালের জানুয়ারির পর সর্বোচ্চ হবে। সে বছর সেন্ট্রাল পার্কে তুষারপাত হয়েছিল ৮ ইঞ্চির বেশি।
এদিকে ২৫ ডিসেম্বর রাতে ভারী বৃষ্টির ফলে বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ এলাকায়। এতে অন্তত তিনজনের মৃত্যুর তথ্য দিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
বিবিসির তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত এই ঝড়ো বৃষ্টি অব্যাহত থাকার আশঙ্কা করা হচ্ছে। বেশ কয়েকটি এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। বন্ধ রাখা হয়েছে গুরুত্বপূর্ণ সড়ক।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম বুধবার লস অ্যাঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার কয়েকটি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত অঙ্গরাজ্য জুড়ে প্রায় ১ লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় ছিলেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.