12/28/2025 যুক্তরাষ্ট্রে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী হুমকির জন্য ভারতীয় বংশোদ্ভূত ছাত্রকে গ্রেফতার
মুনা নিউজ ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৫ ১৯:২১
যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত এক ২২ বছর বয়সী ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। যুক্তরাষ্ট্রে বাড়িতে অগ্নিসংযোগ ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসী হুমকির অভিযোগে ভারতীয় বংশোদ্ভূত ওই ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া ছাত্রের নাম মনোজ সাই লেল্লা। তিনি টেক্সাস অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট ডালাসের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী।
ফ্রিসকো পুলিশ সোমবার তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, পরিবারের সদস্যরা লেল্লার মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা ও হুমকির অভিযোগ জানালে তারা তার বাসায় যায়। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, কয়েক দিন আগে তিনি ওই বাড়িতে আগুন লাগানোর চেষ্টা করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
মনোজ সাই লেল্লার বিরুদ্ধে বসতবাড়ি বা উপাসনালয় ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে, যা প্রথম ডিগ্রির গুরুতর অপরাধ।
পাশাপাশি পরিবারের বা গৃহস্থালি সদস্যের বিরুদ্ধে সন্ত্রাসী হুমকির অভিযোগও আনা হয়েছে, যা ক্লাস ‘এ’ মিসডিমিনার অপরাধ হিসেবে বিবেচিত। তবে পুলিশ স্পষ্ট করে জানিয়েছে, কোনো উপাসনালয়ের প্রতি হুমকির প্রমাণ পাওয়া যায়নি।
নথি অনুযায়ী, অগ্নিসংযোগের মামলায় তার জামিন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ডলার এবং সন্ত্রাসী হুমকির অভিযোগে ৩ হাজার ৫০০ ডলার। ঘটনাটি নিয়ে তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.