12/30/2025 গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে শোক বইয়ে স্বাক্ষর করলেন কূটনীতিকরা
মুনা নিউজ ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২৫ ১৮:২৬
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল থেকে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে তারা শোক বইয়ে স্বাক্ষর করছেন। শোকাতুর এই পরিবেশে কূটনীতিকদের পাশাপাশি বিএনপির শরিক দলের শীর্ষ নেতারাও দলের প্রিয় নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভিড় করছেন।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল জানান, শোক বইয়ে স্বাক্ষর করার জন্য আজ বিকেল থেকেই বিদেশি প্রতিনিধিদের আনাগোনা শুরু হয়েছে। এখন পর্যন্ত চীন, পাকিস্তান, নেদারল্যান্ডস, ভারত ও সুইজারল্যান্ডের প্রতিনিধিরা কার্যালয়ে এসে তাদের শোকবার্তা লিপিবদ্ধ করেছেন। শোক বইয়ে প্রথম স্বাক্ষর করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় দেশগুলোর প্রতিনিধিরা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান ও গণতন্ত্রের প্রতি তার সংগ্রামের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।
বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোক জানাতে ২০ দলীয় জোট ও অন্যান্য শরিক দলের নেতারাও গুলশান কার্যালয়ে আসছেন। এখন পর্যন্ত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে শোক বইয়ে স্বাক্ষর করতে দেখা গেছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, ‘গণতন্ত্রের মাতা’র প্রতি সম্মান জানাতে চেয়ারপারসন অফিসে বিশেষ শোক বই খোলা হয়েছে। মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত এই কার্যক্রম চলবে।
যারা আজ আসতে পারেননি, তাদের জন্য আগামী দুই দিনও শোক বই খোলা রাখা হবে। শায়রুল কবির খান আরও জানান, আগামীকাল ৩১ ডিসেম্বর বিকেল ৪টা থেকে রাত ৯টা এবং ১ জানুয়ারি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যে কেউ এসে শোক বইয়ে স্বাক্ষর করতে পারবেন। প্রিয় নেত্রীকে হারানোর বেদনায় গুলশান কার্যালয়ে এখন এক থমথমে ও শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
এর আগে, আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
বেগম জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন রাজনৈতিক দল ও নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। এ ছাড়া সাত দিন শোক পালনের কর্মসূচি দিয়েছে বিএনপি।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.