01/02/2026 বিক্ষোভ-সংঘর্ষে উত্তাল ইরান: আন্তর্জাতিক সহায়তা চাইলেন নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি
মুনা নিউজ ডেস্ক
১ জানুয়ারী ২০২৬ ২০:৪৭
টানা পাঁচ দিন ধরে বিক্ষোভে উত্তাল হয়ে আছে ইরান। এই পরিস্থিতিতে লরেস্তান প্রদেশে সংঘর্ষে বিপ্লবী গার্ড বাহিনীর একজন সদস্য নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে এবং ফার্স প্রদেশের সংঘাতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। ব্যাপক মুদ্রাস্ফীতি এবং ইরানের জাতীয় মুদ্রা রিয়ালের রেকর্ড দরপতনের জেরে এই বিক্ষোভ চলছে।
আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশ প্রকাশ্যে তাদের লক্ষ্য করে গুলি চালিয়েছে। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই, নির্বাসনে থাকা এবং নিজেকে যুবরাজ হিসেবে দাবি করা রেজা শাহ পাহলভি এই আন্দোলনের প্রতি তার সমর্থন জানিয়েছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয় সময় বুধবার (৩১ ডিসেম্বর) ইরানের ফার্স প্রদেশে বিক্ষোভকারীরা একটি সরকারি ভবনের ফটক ভাঙার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়েন এবং ব্যাপক সংঘর্ষ শুরু হয়। গণমাধ্যমসূত্রে খবর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছুড়েছে এবং কয়েকজনকে আটকও করেছে। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তাদের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। অন্যদিকে, লরেস্তান প্রদেশে নিজেদের একজন সদস্য নিহত হওয়ার খবর জানিয়েছে বিপ্লবী গার্ড বাহিনী।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) পঞ্চম দিনের মতো তেহরান, কারাজ এবং হামেদানসহ ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এর আগে, চলমান আন্দোলনের মুখে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মদ রেজা ফারজিন পদত্যাগ করতে বাধ্য হন। পরে অর্থনৈতিক পরিস্থিতি সামাল দিতে আব্দুল নাসের হেম্মাতিকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই, ইরানের নির্বাসিত যুবরাজ রেজা শাহ পাহলভি নতুন বছরের এক বার্তায় আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সমর্থন চেয়ে আগুনে ঘি ঢালেন। অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই পরিস্থিতিতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। তিনি আন্দোলনের পেছনে বিদেশি চাপকে দায়ী করেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেন।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, "আমরা পূর্ণমাত্রার একটি যুদ্ধে যুক্ত। এই মুহূর্তে শত্রু মূলত অর্থনৈতিক চাপের মাধ্যমেই আমাদের ভেঙে দেওয়ার চেষ্টা করছে। বোমা, যুদ্ধবিমান বা ক্ষেপণাস্ত্র দিয়ে কোনো জাতিকে পরাজিত করা যায় না। আমাদের পরাস্ত করতে হলে তাদের ময়দানে নেমে মুখোমুখি হতে হবে। আমরা যদি একসঙ্গে কাজ করার অঙ্গীকারে অটল থাকি, তাহলে ইরানকে কখনোই হাঁটু গেড়ে বসাতে পারবে না।" গত রোববার তেহরানের খোলাবাজারে মার্কিন ডলারের বিপরীতে ইরানের রিয়ালের মান রেকর্ড সর্বনিম্ন স্তরে পৌঁছানোর পরই নাগরিকরা দেশজুড়ে বিক্ষোভ ও ধর্মঘট শুরু করে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.