01/03/2026 রমাদান ২০২৬ প্রস্তুতিতে মুনা একাডেমীর প্রশাসনিক মিটিং অনুষ্ঠিত
মুনা নিউজ ডেস্ক
২ জানুয়ারী ২০২৬ ১৯:৪২
রমাদান ২০২৬-এর প্রস্তুতি কার্যক্রমকে সুশৃঙ্খল, পরিকল্পিত ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা - মুনা একাডেমীর উদ্যোগে ১৮ ডিসেম্বর এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক (অ্যাডমিন) মিটিং অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন মুনা একাডেমীর পরিচালক ও ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর প্রফেসর ড. রুহুল আমিন। মিটিংটি সঞ্চালনা করেন হাছান নোমান।
মিটিংয়ে উপস্থিত ছিলেন ড. আব্দুল হালিম, শাহিদী রেদওয়ান, উস্তাদ মাঈনুদ্দীন হাসান, ইমাম জোনায়েদ হোসাইন, তওহা আমিন খান এবং আলিয়া শুমি।
সভায় রমাদান মাসে পরিচালিতব্য শিক্ষা কার্যক্রম, প্রশিক্ষণ পরিকল্পনা, পাঠ্যক্রম উন্নয়ন, প্রযুক্তিগত সহায়তা এবং প্রচার ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষভাবে মুয়াল্লিম প্রশিক্ষণ কর্মসূচি, রমাদান সহীহ কুরআন তা’লিম ক্লাস, মিডিয়া প্রচার, ফ্লায়ার ও অফিসিয়াল লেটার ইস্যু এবং জুম ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।
কুরআন তা’লিম ক্লাস
সভায় আরও জানানো হয়, রমাদান মাস উপলক্ষে মুসলিম ভাই-বোনদের জন্য ১৬ দিনব্যাপী রমাদান সহীহ কুরআন তা’লিম ক্লাস শুরু হবে আগামী ১৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে। প্রতিদিন বিকাল ৩:৩০টা থেকে ৫:০০টা পর্যন্ত মোট দেড় ঘণ্টা করে ক্লাস অনুষ্ঠিত হবে।
এই ক্লাসের জন্য যুক্তরাষ্ট্রজুড়ে সোশাল মিডিয়া প্রচার, ফ্লায়ার বিতরণ এবং অফিসিয়াল লেটার ইস্যু করা হবে। শিক্ষার্থী ভর্তি গ্রহণযোগ্য সক্ষমতার ভিত্তিতে নির্ধারণ করা হবে।
এছাড়া পাঠ্যবই নির্বাচন শিগগিরই ঘোষণা করা হবে। নির্বাচিত বইয়ের আলোকে স্লাইড প্রস্তুত করা হবে এবং প্রতিটি ক্লাসের আগে প্রয়োজনীয় ভিডিও কনটেন্ট সরবরাহ করা হবে। এনরোলমেন্ট অনুযায়ী জুম ও টেকনিক্যাল সাপোর্ট টিম সার্বিক কার্যক্রম পরিচালনা করবে।
রমাদানের এই গুরুত্বপূর্ণ শিক্ষা কার্যক্রমকে সফল করতে সকল জোনাল, চ্যাপ্টার ও সাব-চ্যাপ্টারের দায়িত্বশীলদের ব্যাপক দাওয়াতী কার্যক্রম পরিচালনার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
ড. আমিন
মুনা একাডেমী
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.