01/03/2026 বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মুনা’র শোক প্রকাশ
মুনা সাংগঠনিক ডেস্ক
২ জানুয়ারী ২০২৬ ২০:০০
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশি-আমেরিকানদের সর্ববৃহৎ ইসলামি সংগঠন মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা - মুনা।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সংগঠনটির ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন ও ন্যাশনাল এক্সিকিউটিভ ডাইরেক্টর আরমান চৌধুরী এক যৌথ বিবৃতিতে এই শোক প্রকাশ করেন।
বিবৃতিতে নেতাগণ বলেন, “বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার সংগ্রাম ছিল সব গোষ্ঠী ও মতের ঊর্ধ্বে। তাঁর নেতৃত্ব ও অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।” তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারসহ দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান।
বিবৃতিতে আরও বলা হয়, বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। ১৯৯১ সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি ইতিহাস সৃষ্টি করেন এবং একটি সংকটময় সময়ে দেশকে গণতান্ত্রিক উত্তরণের পথে নেতৃত্ব দেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রভাব বাংলাদেশের রাজনীতিতে সুদূরপ্রসারী এবং বিশেষ করে নারীদের জনজীবন ও জাতীয় নেতৃত্বে অংশগ্রহণে অনুপ্রেরণা জুগিয়েছে।
এই জাতীয় শোকের মুহূর্তে বাংলাদেশি-আমেরিকান জনগণের পক্ষ থেকে তারা দুজন মহান আল্লাহর দরবারে দোয়া করেন বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনা করেন।
তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, আপোসহীন নেত্রী খালেদা জিয়ার কর্মময় জীবন ও অবদান বাংলাদেশের জনগণের মধ্যে শান্তি, স্থিতিশীলতা ও ঐক্য প্রতিষ্ঠায় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.