01/09/2026 কড়া নিরাপত্তায় নিউইয়র্কের আদালতে হাজির নিকোলাস মাদুরো
মুনা নিউজ ডেস্ক
৫ জানুয়ারী ২০২৬ ১৯:৩৯
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কড়া নিরাপত্তার মধ্যে নিউইয়র্কের একটি আদালতে নেওয়া হয়েছে। সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে নিয়ে নিরাপত্তা বাহিনী ইতোমধ্যে ম্যানহাটন কোর্ট বিল্ডিংয়ে পৌঁছেছে।
সোমবার একটি হেলিকপ্টারে করে মাদুরোকে ম্যানহাটনে আনা হয়। হেলিকপ্টার থেকে নামার সময় তাকে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। তবে তার শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।
এ সময় মাদুরোর চারপাশে সশস্ত্র কড়া নিরাপত্তা বলয় তৈরি করে রাখা হয়। হেলিকপ্টার থেকে নামার পর তাকে ঘিরে রাখেন যুক্তরাষ্ট্রের মাদকবিরোধী সংস্থা ডিইএ’র একাধিক এজেন্ট। মাদুরো ও তার সঙ্গে থাকা নারী—যাকে বিভিন্ন গণমাধ্যম তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস বলে ধারণা করছে—দুজনকেই কারাবন্দিদের মতো পোশাকে দেখা গেছে।
ঘটনাটি আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা ও উদ্বেগের জন্ম দিয়েছে। একজন ক্ষমতাসীন প্রেসিডেন্টের এভাবে বিদেশের আদালতে হাজিরা বিশ্ব রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
নিউইয়র্কের আদালতে মাদুরোর বিরুদ্ধে আনীত অভিযোগ এবং পরবর্তী আইনি প্রক্রিয়া নিয়ে বিশ্বজুড়ে দৃষ্টি নিবদ্ধ রয়েছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.