01/09/2026 খালেদা জিয়ার জন্য শোক বইয়ে স্বাক্ষর করলেন পাকিস্তানি রাজনীতিবিদ ফজলুর রহমান
মুনা নিউজ ডেস্ক
৬ জানুয়ারী ২০২৬ ২০:০৯
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকবইয়ে সই করেছেন পাকিস্তানের রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলামের (এফ) সভাপতি ও দেশটির সাবেক মন্ত্রী মাওলানা ফজলুর রহমান।
সোমবার ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে উপস্থিত হয়ে বাংলাদেশের কাউন্সেলর (রাজনৈতিক) এবং চার্জ ডি অ্যাফেয়ার্স ইশরাত জাহানের সঙ্গে সাক্ষাৎ করেন মাওলানা ফজলুর রহমান। পরে তিনি খালেদা জিয়ার মৃত্যুতে ফাতিহা পাঠ করেন এবং শোক বইয়ে সই করেন।
জমিয়তে উলামায়ে ইসলামের (এফ) মুখপাত্র আসলাম গুরি এসব তথ্য জানিয়েছেন। এ ছাড়াও মাওলানা ফজলুর রহমানও তার ভেরিফায়েড ফেসবুক পেজেও শোকবইয়ে সইয়ের ছবি পোস্ট করেছেন।
প্রসঙ্গত, গত নভেম্বরে মাওলানা ফজলুর রহমান বাংলাদেশ সফর করে গেছেন। সপ্তাহব্যাপী সফরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একটি সমাবেশেও অংশ নেন তিনি। এ ছাড়া জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের বিভক্ত দুই অংশের বিরোধ মেটাতেও একাধিক বৈঠক করেছেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তের দুই অংশই বিএনপির সঙ্গে জোট বেঁধেছে। ইতোমধ্যে জমিয়তের পাঁচ নেতাকে আসন ছেড়ে দিয়েছে বিএনপি।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.