01/09/2026 বাংলাদেশের তৃণমূল পর্যায়ের শিক্ষার জন্য ১ কোটি ৩৮ লক্ষ টাকা অনুদান দিল জাপান
মুনা নিউজ ডেস্ক
৭ জানুয়ারী ২০২৬ ১৯:০২
জাপান সরকার ‘গ্রাস রুটস হিউম্যান সিকিউরিটি’ প্রকল্পের আওতায় শিক্ষা ও শিশু কল্যাণ উদ্যোগে সহায়তায় বাংলাদেশী দু’টি বেসরকারি সংস্থাকে ১৩.৮ মিলিয়ন টাকা অনুদান দিয়েছে।
মঙ্গলবার ঢাকাস্থ জাপান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাপান সরকার এসকেএস ফাউন্ডেশন এবং একমাত্রা সোসাইটিকে মোট এক লাখ ১৫ হাজার ৭২৩ ডলার অনুদান দিয়েছে।
ঢাকাস্থ জাপান দূতাবাসে এক অনুষ্ঠানে এ অনুদান চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং দু’ সংস্থার প্রতিনিধিরা।
‘গাইবান্ধা জেলার এসকেএস স্কুল অ্যান্ড কলেজে স্কুল বাস সংগ্রহ প্রকল্প’ শীর্ষক উদ্যোগের জন্য এসকেএস ফাউন্ডেশনকে ৫১ হাজার ৯৮১ ডলার দেয়া হয়েছে। ফাউন্ডেশনটি মানবাধিকার, সামাজিক উন্নয়ন, লিঙ্গ সমতা, দারিদ্র্য বিমোচন এবং কমিউনিটির ক্ষমতায়ন নিয়ে কাজ করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুদানের সহায়তায় এসকেএস ফাউন্ডেশন দু’টি স্কুল বাস সংগ্রহ করবে। এসব বাস দূরবর্তী এলাকার শিক্ষার্থীদের নিরাপদ ও নির্ভরযোগ্য পরিবহন নিশ্চিত করবে। ফলে শিক্ষায় প্রবেশাধিকার উন্নত হবে।
ময়মনসিংহ জেলার ‘একমাত্রা চিলড্রেনস একাডেমি’ ভবন সম্প্রসারণ প্রকল্পের জন্য একমাত্রা সোসাইটিকে ৬৩ হাজার ৭৪২ ডলার দেয়া হয়েছে।
সংস্থাটি পথশিশুদের শিক্ষা, আবাসিক কেয়ার, কারিগরি প্রশিক্ষণ এবং সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে সহায়তা দিয়ে থাকে।
এ অনুদানে একমাত্রা সোসাইটি হালুয়াঘাট উপজেলায় তাদের বিদ্যমান একাডেমি ভবনে নতুন করে একতলা নির্মাণ করবে। এই সম্প্রসারণের ফলে পথশিশুদের জন্য আরো বেশি শ্রেণিকক্ষ এবং উন্নত মানের শিক্ষার সুযোগ তৈরি হবে।
উল্লেখ্য, ১৯৮৯ সাল থেকে জাপান সরকার ‘গ্রাস রুটস হিউম্যান সিকিউরিটি প্রজেক্টস (জিজিএইচএসপি)-এর আওতায় বাংলাদেশে ২২৩টি এনজিও প্রকল্পকে সহায়তা দিচ্ছে। এ পর্যন্ত এই খাতের আওতায় জাপানের মোট অনুদানের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৭.৭ মিলিয়ন ডলার।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.