01/11/2026 অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত; আইস-বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর
মুনা ডেস্ক
৯ জানুয়ারী ২০২৬ ১৫:৪১
যুক্তরাষ্ট্রের মিনেসোটায় অভিবাসন কর্মকর্তার গুলিতে এক নারী নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন শহরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মিনিয়াপোলিস থেকে শুরু করে ম্যানহাটন পর্যন্ত প্রতিবাদী জনতা রাস্তায় নেমে বিক্ষোভ করছেন। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)-কে এই হত্যাকাণ্ডের জন্য দায়ী করে বিক্ষোভকারীরা তাদের শহর ছাড়ার দাবি তুলেছেন।
মিনেসোটায় আইস কর্মকর্তার গুলিতে রেনি নিকোল গুড নামে যুক্তরাষ্ট্রের এক নারীর মৃত্যুর প্রতিবাদে বৃহস্পতিবার সকালে মিনিয়াপোলিসে অভিবাসন আদালতের সামনে প্রায় এক হাজার মানুষ জড়ো হন। এসময় ফেডারেল কর্মকর্তাদের বিরুদ্ধে স্লোগান দেওয়া হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ও পেপার বল ব্যবহার করলে সেখানে সংঘর্ষের আবহ তৈরি হয়।
এই হত্যাকাণ্ডের প্রতিবাদে নিউইয়র্ক সিটির ম্যানহাটনেও শত শত মানুষ বিক্ষোভ প্রদর্শন করেছেন। আইস-এর বাজেট বাতিল ও সংস্থাটি ভেঙে দেওয়ার দাবি জানিয়ে তারা স্লোগান দেন। বিক্ষোভকারীরা আইস-এর জন্য বরাদ্দকৃত অর্থ শিক্ষা, স্বাস্থ্য ও আবাসন খাতে ব্যয়ের জোর দাবি তুলেছেন।
বিক্ষোভ চললেও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সংস্থাটির পাশে থাকার ঘোষণা দিয়েছেন। তিনি দাবি করেন, নিহত নারী একটি কট্টর বামপন্থী নেটওয়ার্কের সদস্য ছিলেন এবং তার কর্মকাণ্ড আইস এজেন্টদের কাজে বাধা সৃষ্টি করছিল। ট্রাম্পের সুরেই তিনি অভিযোগ করেন যে, ওই নারী ছয় মাস আগে এক এজেন্টকে গাড়ি দিয়ে আঘাত করেছিলেন।
এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে মিনেসোটা এক ভয়াবহ সংকটের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোএম। তিনি এই হত্যাকাণ্ডের পেছনে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতিকে দায়ী করেছেন। তবে এর আগে তিনি অভিবাসন কর্মকর্তাদের পক্ষেও কিছু মন্তব্য করেছিলেন।
অন্যদিকে, ডেমোক্র্যাট গভর্নর টিম ওয়ালজ এই ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টসহ উচ্চপদস্থ ব্যক্তিরা তথ্য যাচাই না করেই বিভ্রান্তিকর মন্তব্য করছেন। এই হত্যাকাণ্ডের তদন্তে অঙ্গরাজ্যের অপরাধ তদন্ত বিভাগকে (BCA) যুক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি।
এর আগে গত বুধবার মিনিয়াপোলিসে আইস কর্মকর্তার গুলিতে ৩৭ বছর বয়সী রেনি নিকোল গুড নিহত হন। হোয়াইট হাউসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তা নিজের জীবন বাঁচাতে বা আত্মরক্ষার্থেই গুলি চালিয়েছিলেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.