01/11/2026 বিক্ষোভকারীদের হত্যা করলে ইরানকে ‘নরক’ দেখতে হবে: ট্রাম্পের হুঁশিয়ারি
মুনা নিউজ ডেস্ক
৯ জানুয়ারী ২০২৬ ১৭:৫৪
ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলন দমনে কঠোর অবস্থানের মুখে তেহরানকে আবারও কড়া ভাষায় সতর্ক করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, যদি ইরান সরকার শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী হামলা চালিয়ে হত্যাকাণ্ড শুরু করে, তবে দেশটিকে এর জন্য ‘নরক’ দেখতে হবে। ইসরায়েলি সংবাদমাধ্যম ‘দ্য টাইমস অব ইসরায়েল’-এর বরাত দিয়ে এই খবরটি সামনে এসেছে।
ট্রাম্প ইরানি শাসকগোষ্ঠীকে উদ্দেশ্য করে বলেন, যারা স্বাধীনতার দাবিতে রাস্তায় নেমেছে, তাদের ওপর সহিংসতা চালালে এর পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। তিনি হুঁশিয়ারি দেন যে, ইরানি জনগণের বিরুদ্ধে কোনো ধরনের রক্তপাত যুক্তরাষ্ট্র মুখ বুজে সহ্য করবে না এবং এর জন্য তেহরানকে চড়া মূল্য দিতে হবে।
উল্লেখ্য, গত দুই সপ্তাহ ধরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, তীব্র অর্থনৈতিক সংকট এবং প্রশাসনিক অব্যবস্থাপনার প্রতিবাদে ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইরান সরকার ইতিমধ্যেই সারা দেশে ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন করে দিয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে, এই অস্থিরতায় এখন পর্যন্ত কয়েক ডজন মানুষের মৃত্যু হয়েছে। তবে ইরান সরকার এই উত্তাল পরিস্থিতির জন্য বরাবরের মতোই বিদেশি হস্তক্ষেপের অভিযোগ এনেছে এবং অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কোনো কথা শুনতে তারা রাজি নয় বলে জানিয়ে দিয়েছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.