01/11/2026 ডাইভারসিটি ইমিগ্র্যান্ট ভিসা সাময়িকভাবে স্থগিত করল স্টেট ডিপার্টমেন্ট
মুনা নিউজ ডেস্ক
১০ জানুয়ারী ২০২৬ ১৮:১৫
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এক জরুরি ঘোষণায় ডাইভারসিটি ইমিগ্র্যান্ট ভিসা (ডিভি) ইস্যু করার প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করেছে। জাতীয় নিরাপত্তা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ডিভি লটারির আওতায় কোনো নতুন ভিসা ইস্যু করা হবে না।
স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, সম্প্রতি ব্রাউন ইউনিভার্সিটিতে গুলিবর্ষণ এবং ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির একজন অধ্যাপককে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন ব্যক্তি ডিভি প্রোগ্রামের মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই ডিভি প্রোগ্রামের স্ক্রিনিং ও যাচাইকরণ প্রক্রিয়া পুনরায় পর্যালোচনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘ভিসা আবেদনকারীদের পরিচয় নিশ্চিত করা এবং তারা জাতীয় নিরাপত্তার জন্য কোনো হুমকি কি না—তা কঠোরভাবে যাচাই করতেই এই বিরতি দেয়া হয়েছে। আমরা চাই না ডিভি প্রোগ্রামের কোনো দুর্বলতার সুযোগ নিয়ে অনিরাপদ কেউ যুক্তরাষ্ট্রে প্রবেশ করুক।‘
বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে যে, যারা এরইমধ্যে ডিভি ভিসার জন্য আবেদন করেছেন বা যাদের ইন্টারভিউয়ের তারিখ নির্ধারিত আছে, তাদের প্রক্রিয়া চালু থাকবে। আবেদনকারীরা নির্ধারিত সময়ে ইন্টারভিউয়ে অংশ নিতে পারবেন। তবে ইন্টারভিউ সফল হলেও পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত কাউকে কোনো নতুন ভিসা দেয়া হবে না। অর্থাৎ, বর্তমানে কোনো নতুন 'ভিসা ইস্যু' হচ্ছে না।
যাদের কাছে এরইমধ্যে বৈধ ডিভি ভিসা রয়েছে, তাদের দুশ্চিন্তার কারণ নেই; এই স্থগিতাদেশের ফলে কোনো বর্তমান বৈধ ভিসা বাতিল বা প্রত্যাহার করা হয়নি। এছাড়া ডিভি-২০২৭ লটারি সংক্রান্ত কোনো নতুন আপডেট এই মুহূর্তে নেই বলে জানিয়েছে স্টেট ডিপার্টমেন্ট।
স্টেট ডিপার্টমেন্ট কঠোরভাবে জানিয়ে দিয়েছে যে, এই নির্দেশনার কোনো ব্যতিক্রম বা 'এক্সেপশন' থাকবে না। জননিরাপত্তার স্বার্থে পুরো প্রক্রিয়াটি ঢেলে সাজানোর পরই এই স্থগিতাদেশ তুলে নেয়া হতে পারে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.