02/01/2026 আমাদের রাজপথে আইসিই চাই না: মিনিয়াপোলিসে হাজারো মানুষের গর্জন, স্থবির জনজীবন
মুনা নিউজ ডেস্ক
৩১ জানুয়ারী ২০২৬ ২২:০৬
আমাদের শহর এখন এক উত্তাল জনপদ। আইসিই (ICE) সদস্যদের গুলিতে দুই প্রতিবেশী অ্যালেক্স প্রেটি ও রেনি গুড-এর অকাল মৃত্যুতে শোক আর ক্ষোভ এখন রাজপথে আছড়ে পড়ছে। গতকাল শুক্রবার কনকনে শীত আর তুষারপাত উপেক্ষা করে মিনিয়াপোলিসের হাজার হাজার বাসিন্দা মিছিলে যোগ দেন। দাবি একটাই—শহর থেকে অবিলম্বে আইসিই সদস্যদের সরিয়ে নিতে হবে।
শহরের স্থানীয় পুলিশ বাহিনীর চেয়ে পাঁচ গুণ বেশি আইসিই সদস্য মোতায়েন করায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও অসন্তোষ বিরাজ করছে। স্থানীয় স্কুলের শিক্ষকরা ক্লাস বর্জন করে মিছিলে যোগ দিয়ে বলেছেন, "আমাদের শিক্ষার্থীরা আতঙ্কে থাকবে, এটা মেনে নেওয়া যায় না।" বিক্ষোভে অংশ নেওয়া ৬৫ বছর বয়সী স্থানীয় বাসিন্দা কিম বলেন, "এটি আমাদের নাগরিক অধিকারের ওপর সরাসরি আঘাত।"
ডাউনটাউনে আয়োজিত এক শোক সভায় রকস্টার ব্রুস স্প্রিংস্টিন নিহতদের স্মরণে গান গেয়ে সংহতি জানান। এদিকে, মিনিয়াপোলিসের এই আন্দোলন এখন দেশব্যাপী রূপ নিয়েছে। নিউইয়র্ক থেকে ওয়াশিংটন—সবখানেই প্রতিধ্বনিত হচ্ছে আমাদের শহরের স্লোগান: "আইসিইর অর্থায়ন বন্ধ করো।"
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.