02/01/2026 বিদেশি শক্তির উসকানিতেই ইরানে অস্থিরতা, আলোচনার পথ খোলা: প্রেসিডেন্ট পেজেশকিয়ান
মুনা নিউজ ডেস্ক
৩১ জানুয়ারী ২০২৬ ২২:২৭
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অভিযোগ করেছেন যে, সম্প্রতি দেশজুড়ে চলা বিক্ষোভে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইউরোপীয় নেতারা সরাসরি ‘উসকানি’ দিয়েছেন। শনিবার এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, বিদেশি শক্তিগুলো সাধারণ মানুষের ক্ষোভকে পুঁজি করে দেশকে অস্থিতিশীল ও বিভক্ত করার চেষ্টা করেছে।
পেজেশকিয়ান জানান, স্বাভাবিক আন্দোলনে কেউ অস্ত্র হাতে তুলে নেয় না বা অ্যাম্বুলেন্সে আগুন দেয় না। তিনি বিক্ষোভকারীদের উদ্বেগের বিষয়গুলো শোনার ও সমাধানের আশ্বাস দিলেও স্পষ্ট করেছেন যে, এটি কেবল সামাজিক আন্দোলন ছিল না। সরকারি হিসেবে এই অস্থিরতায় ৩ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর সদস্য বা পথচারী বলে দাবি তেহরানের। তবে মানবাধিকার সংস্থাগুলো এই সংখ্যা আরও বেশি বলে আশঙ্কা করছে।
এদিকে, যুক্তরাষ্ট্র ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীসহ একাধিক কর্মকর্তার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। যুক্তরাষ্ট্রের রণতরী বহর মধ্যপ্রাচ্যে অবস্থান করায় যুদ্ধের হুমকি আরও ঘনীভূত হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, তারা সমতার ভিত্তিতে আলোচনায় রাজি থাকলেও চাপের মুখে কোনো আপস করবেন না এবং দেশের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কোনো দরকষাকষি হবে না।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.