02/01/2026 "নিজের ভোট নিজে দিন, ভোটাধিকার রক্ষায় সজাগ থাকুন": টাঙ্গাইলে তারেক রহমান
মুনা নিউজ ডেস্ক
৩১ জানুয়ারী ২০২৬ ২৩:৩৪
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইলে এক বিশাল জনসভায় দেশবাসীকে ভোটাধিকার রক্ষার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৩১ জানুয়ারি) তিনি বলেন, "নিজের ভোটের সিল যেন অন্য কেউ দিতে না পারে, সে দায়িত্ব জনগণকেই নিতে হবে।" জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ ছাড়া দেশে সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠা সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।
তারেক রহমান এই নির্বাচনকে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই হিসেবে অভিহিত করে বলেন, বিগত সময়ে মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে এবং উন্নয়নের আড়ালে জনগণের অর্থ লুটপাট করা হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করে ভোট প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। এসকল ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সজাগ থাকার পরামর্শ দেন তিনি।
বক্তব্য শেষে তিনি টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের হাতে দলীয় প্রতীক 'ধানের শীষ' তুলে দেন এবং নেতাকর্মীদের ভয়ভীতি উপেক্ষা করে সাহসের সাথে পরিবর্তনের লড়াইয়ে শামিল হওয়ার নির্দেশ দেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.