02/01/2026 কর্মী সংকট কাটাতে রেকর্ড সংখ্যক এইচ-২বি ভিসা দিচ্ছে যুক্তরাষ্ট্র: সংখ্যা এখন প্রায় দ্বিগুণ
মুনা নিউজ ডেস্ক
৩১ জানুয়ারী ২০২৬ ২৩:৪২
অভ্যন্তরীণ শ্রমবাজারে তীব্র ঘাটতি মোকাবিলায় চলতি ২০২৬ সালের জন্য এইচ-২বি (H-2B) অস্থায়ী কর্মী ভিসার সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি করেছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার (৩০ জানুয়ারি) হোমল্যান্ড সিকিউরিটি ও শ্রম বিভাগ যৌথভাবে অতিরিক্ত ৬৪,৭১৬টি ভিসা বরাদ্দের ঘোষণা দিয়েছে। এর ফলে নিয়মিত ৬৬ হাজার ভিসার সাথে অতিরিক্ত এই সংখ্যা যুক্ত হয়ে মোট ভিসার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৩১ হাজারে, যা বিগত বছরগুলোর তুলনায় প্রায় দ্বিগুণ।
বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসনবিরোধী অভিযানের ফলেই এই বিশাল কর্মী সংকট তৈরি হয়েছে। গত এক বছরে হাজার হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানোর ফলে নির্মাণ শিল্প, পর্যটন, এবং সামুদ্রিক খাবার প্রক্রিয়াজাতকরণের মতো খাতগুলো বড় ধরনের আর্থিক ঝুঁকির মুখে পড়েছে।
সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই ভিসা ইস্যু করা হবে। মূলত যেসব আমেরিকান প্রতিষ্ঠান দেশীয় শ্রমিকের অভাবে দেউলিয়া হওয়ার পথে, তাদের রক্ষা করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.