02/01/2026 "ক্ষমতা পাওয়ার আগেই দাপট দেখাচ্ছে একটি দল ": জামায়াত আমির
মুনা নিউজ ডেস্ক
৩১ জানুয়ারী ২০২৬ ২৩:৪৭
একটি নির্দিষ্ট রাজনৈতিক দল ক্ষমতার স্বাদ পাওয়ার আগেই নির্বাচনী মাঠ দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে এবং নারীদের ওপর হামলা চালিয়ে দাপট দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর কলাবাগানে ঢাকা-১০ আসনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, "দেশের আকাশে কিছু ‘কালো চিল’ ঘোরাফেরা করছে যারা নির্বাচন বানচাল করতে চায়।" তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের আকাঙ্ক্ষার এই ভোট যদি কেউ বাধাগ্রস্ত করার চেষ্টা করে, তবে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।
তিনি প্রতিশ্রুতি দেন যে, জামায়াত ক্ষমতায় আসলে কোনো দল বা পরিবারের নয়, বরং ১৮ কোটি মানুষের সরকার গঠন করবে এবং ২০২৪-এর ছাত্র-জনতার বিপ্লবের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করবে। ট্যানারি শিল্পকে আধুনিকায়ন করার পরিকল্পনার কথা জানিয়ে তিনি আরও বলেন, দেশ ও মানুষের ভাগ্য বিদেশ থেকে নির্ধারিত হওয়ার সুযোগ আর দেওয়া হবে না।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.