02/01/2026 সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিচ্ছে না তুরস্ক: দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখার সিদ্ধান্ত
মুনা নিউজ ডেস্ক
৩১ জানুয়ারী ২০২৬ ২৩:৫২
সৌদি আরব ও পাকিস্তানের মধ্যকার বিদ্যমান প্রতিরক্ষা চুক্তিতে তুরস্কের যোগ দেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছে রিয়াদ। শনিবার (৩১ জানুয়ারি) ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদি সামরিক বাহিনীর একটি ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে যে, এই চুক্তিটি কেবলমাত্র পাকিস্তান ও সৌদির মধ্যে একটি দ্বিপক্ষীয় বিষয় হিসেবেই সীমাবদ্ধ থাকবে।
চলতি মাসের শুরুতে এক তুর্কি কর্মকর্তার মন্তব্যের প্রেক্ষিতে তিন দেশের একটি শক্তিশালী সামরিক জোট গঠনের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তবে সৌদি ও উপসাগরীয় কর্মকর্তারা স্পষ্ট করেছেন যে, তুরস্কের সঙ্গে তাদের আলাদা দ্বিপক্ষীয় সম্পর্ক থাকলেও পাকিস্তানের সঙ্গে গত সেপ্টেম্বরে স্বাক্ষরিত ‘কৌশলগত যৌথ প্রতিরক্ষা চুক্তি’টি অপরিবর্তিত থাকবে।
উল্লেখ্য, গত বছর রিয়াদে যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মধ্যে স্বাক্ষরিত এই চুক্তিতে বলা হয়েছে, দুই দেশের যেকোনো একটি আক্রান্ত হলে তা উভয়ের ওপর ‘আগ্রাসন’ হিসেবে বিবেচিত হবে। তুরস্কের অন্তর্ভুক্তির জল্পনা নাকচ হওয়ায় এই প্রতিরক্ষা বলয়টি এখন আগের মতোই দ্বিপক্ষীয় কাঠামোর অধীনে কার্যকর থাকবে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.