05/14/2025 তফসিল ঘোষণা : ঢাকায় র্যাব মোতায়েন
মুনা নিউজ ডেস্ক
১৫ নভেম্বর ২০২৩ ১২:২৮
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব মোতায়ন করা হয়েছে।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।
মঈন বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিতে র্যাব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় রাজধানীর নির্বাচন কমিশন সংলগ্ন এলাকায় র্যাব স্পেশাল বিশেষায়িত যানবাহন এপিসিসহ সাতটি টহল দল মোতায়েন রয়েছে।
এ ছাড়া রাজধানী ঢাকায় র্যাবের ৬০টি টহল দল মোতায়েন করা হয়েছে।
এদিকে আগামী বছরের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ বুধবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন তিনি।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.