05/01/2025 মুনা ইউথ নিউ জার্সি নর্থ, প্রসপেক্ট পার্ক এবং জুনিয়র সাবচ্যাপ্টারের উদ্যোগে কিয়ামুল লাইল অনুষ্ঠিত
মুনা সাংগঠনিক ডেস্ক
২১ জানুয়ারী ২০২৪ ০৩:৩৮
মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা - মুনা ইউথ নিউ জার্সি নর্থ, প্রসপেক্ট পার্ক এবং জুনিয়র সাবচ্যাপ্টার-৩ এর উদ্যোগে কিয়ামুল লাইল প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ ডিসেম্বর রবিবার সন্ধ্যা ৭ টা থেকে ১ জানুয়ারি সোমবার সকাল ৭ টা পর্যন্ত এই কিয়ামুল লাইল প্রোগ্রামের আয়োজন করা হয়।
কিয়ামুল লাইল প্রোগ্রামটি সভাপতিত্ব করেন আদিল আব্দুল্লাহ। এবং প্রোগ্রামটি উপস্থাপনা করেন জাহেদুর রহমান।
কিয়ামুল লাইল প্রোগ্রামের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনা ন্যাশনাল জয়েন্ট এডুকেশন ডিরেক্টর উস্তাদ আবু সামিহা সিরাজুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনা ইস্ট জোনের ইউথ ডিরেক্টরর রেদওয়ান ফয়সাল।
প্রোগ্রামে যুবকদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখেন মুনা ইয়ুথ প্রসপেক্টপার্ক সাবচ্যাপ্টারের সভাপতি মোহাম্মদ জাকারিয়া।
কিয়ামুল লাইল প্রোগ্রামে প্রায় ১০০ জন যুবকের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কিয়ামুল লাইল প্রোগ্রামটি শেষ হয়। উপস্থিত সকলের জন্য সুস্বাদু খাবারের আয়োজনও করা হয়।
আকবর উদ্দীন
নিউইয়র্ক
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.