05/02/2025 উন্নত চিকিৎসা দিতে থাইল্যান্ড পাঠানো হলো গুলিবিদ্ধ মুরাদকে
মুনা নিউজ ডেস্ক
২০ নভেম্বর ২০২৪ ২৩:১৮
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ গুরুতর আহত মোহাম্মদ মুরাদ ইসলামকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ভেজথানি হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার সাড়ে ১১টায় চিকিৎসার উদ্দেশে তিনি বিমান বাংলাদেশের বিমানের একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
বিমানবন্দরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর তাকে বিদায় জানান। অধ্যাপক ডা. ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের যুগ্ম পরিচালক অধ্যাপক বদরুল আলম জানান, রোবোটিক ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশনের জন্য মুরাদকে থাইল্যান্ডের ভেজথানি হাসপাতালে পাঠানো হয়েছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.