05/02/2025 জাতীয় গোয়েন্দা প্রধান হিসেবে তুলসী গ্যবার্ডের নিয়োগ চূড়ান্ত
মুনা নিউজ ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:১৪
নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তুলসী গ্যবার্ডকেই জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে মনোনয়ন চূড়ান্ত করেছে সিনেট। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে তুলসীর নাম মনোনয়ন দিয়েছিলেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নিজেই। তার এই মনোনয়ন নিয়ে বেশ আলোচনা সমালোচনা হলেও অবশেষে তুলসি গ্যবার্ডকেই জাতীয় গোয়েন্দা পরিচালক করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
এতে বলা হয়, ৫২-৪৮ ভোটে সাবেক ওই ডেমোক্রেট কাংগ্রেসওম্যানকে মনোনীত করেছে সিনেট। যদিও সাবেক সিনেট মেম্বারদের অনেকেই তার বিরুদ্ধে ভোট দিয়েছেন। তাদের মধ্যে রিপাবলিকান এক সিনেটরও ডেমোক্রেটদের সঙ্গে যোগ দেন। তিনি হলেন মিচ ম্যাককনেল। তিনি একজন রিপাবলিকান হয়েও তুলসীকে গোয়েন্দা পরিচালক হিসেবে মেনে নিতে প্রস্তুত নন।
মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর তুলসী ইতিমধ্যেই শপথ নিয়েছেন। সিআইএ, এফবিআই এবং এনএসএ সহ যুক্তরাষ্ট্রের মোট ১৮টি গোয়েন্দা সংস্থার দেখভাল করবেন তিনি।
বিবিসি বলছে, তুলসির মনোনয়ন প্রক্রিয়া ছিল বেশ কঠিন। কেননা তার বুদ্ধিমত্তার কারণে সিনেটে বেশ কয়েকবারই ভোট হারানোর ঝুঁকিতে পড়েছে রিপাবলিকানরা। তবে তুলসির মনোনয়ন ট্রাম্পের মন্ত্রিসভার জন্য আরেকটি বিজয় চিহ্ন হিসেবেই দেখা হচ্ছে। ট্রাম্প নিজেই তুলসিকে গোয়েন্দা সংস্থার পরিচালক হিসেবে মনোনয়ন দিয়েছিলেন।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি সহানুভূতি প্রকাশ এবং সরকারি নথি ফাঁসকারী এডওয়ার্ড স্নোডেনের প্রতি সমর্থনের ফলে তুলসি এই পদের জন্য বেশ অপছন্দের ছিলেন। এছাড়া ২০১৭ সালে সিরিয়া সফর করেন গ্যবার্ড। সেসময় তিনি বর্তমানে ক্ষমতাচ্যুত সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে দেখা করেন। আসাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের ব্যাপক অভিযোগ থাকায় ওই সফর নিয়েও বেশ নিন্দার মুখে পড়েন তুলসী।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.