05/04/2025 ইউক্রেনকে রক্ষায় প্রতিরক্ষা বাজেট বাড়াতে রাজি ইইউ নেতারা
মুনা নিউজ ডেস্ক
৭ মার্চ ২০২৫ ২৩:১৭
ইউক্রেনের পাশে দাঁড়ানো সহ দেশটির প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানোর পরিকল্পনাকে সমর্থন করেছেন ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। ব্রাসেলসে প্রতিরক্ষা শীর্ষ সম্মেলনে এ বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে ইইউ’র নেতারা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নীতিগত পরিবর্তনের কারণে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কমে যাওয়ায় ইউরোপ এখন নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নিয়েছে। সম্মেলনে সভাপতিত্ব করেন আন্তোনিও কোস্টা। সাংবাদিকদের বলেন, ইউরোপীয় ইউনিয়ন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। আমরা প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলছি এবং ইউক্রেনের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছি।
তিনি জানান, ইইউ নেতারা প্রতিরক্ষা খাতে ১৫০ বিলিয়ন ইউরো (১৬০ বিলিয়ন ডলার) বিনিয়োগের প্রস্তাব অনুমোদন করেছেন। এই অর্থ ইইউ সদস্য দেশগুলোর প্রতিরক্ষা খাতে ব্যয় করা হবে।
২৭টি দেশের ঐকমত্যের ভিত্তিতে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে সকল নেতাদের এই প্রস্তাবগুলোকে জরুরিভিত্তিতে চ্যালেঞ্জ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেন, ইউরোপকে এই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে এবং প্রতিরক্ষা প্রতিযোগিতায় জয়ী হতে হবে। আমরা রাশিয়ার চেয়ে শক্তিশালী। এর আগে বুধবার ভোটারদের সামনে রাশিয়াকে ফ্রান্স এবং ইউরোপের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। এর বিরুদ্ধে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
ইইউ সম্মেলনের পর ম্যাক্রন বলেছেন, ইউক্রেনে যাই ঘটুক না কেন, ইউরোপের প্রতিরক্ষা সক্ষমতা তৈরি করতে হবে। ইউক্রেনকে সমর্থন সহ আরও কয়েকটি বিষয়ে একমত হয়েছেন ইইউ নেতারা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকা, ফ্রান্সের পারমাণবিক প্রতিরক্ষা প্রস্তাব এবং ইউরোপে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর ওপর জোর দিয়েছেন তারা।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.