05/02/2025 ৩ জুন দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন
মুনা নিউজ ডেস্ক
৮ এপ্রিল ২০২৫ ১৪:০৯
দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের পদচ্যুতি পরবর্তী নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য আগামী ৩ জুন তারিখ নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) এই ঘোষণা দিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী হান ডাক-সু।
হান জানান, নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা এবং রাজনৈতিক দলগুলোকে প্রস্তুতির পর্যাপ্ত সময় দিতে এই তারিখ নির্ধারণ করা হয়েছে। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার (৪ এপ্রিল) দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত ইউন সুক-ইওলের বিরুদ্ধে পার্লামেন্টের অভিশংসনের সিদ্ধান্ত সর্বসম্মতভাবে বহাল রাখে। ২০২২ সালে নির্বাচিত এই রক্ষণশীল নেতা গত বছর সংক্ষিপ্ত সময়ের জন্য সামরিক আইন ঘোষণা করে সংবিধান লঙ্ঘন করেছেন বলে আদালত রায় দেয়।
দক্ষিণ কোরিয়ার আইনে, প্রেসিডেন্টকে পদ থেকে অপসারণের ৬০ দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজন বাধ্যতামূলক। নির্বাচনের আগ পর্যন্ত ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে হান ডাক-সুই দেশ পরিচালনা করবেন।
ইউন সুক-ইওল গত ৩ ডিসেম্বর সামরিক আইন জারি করে দেশজুড়ে রাজনৈতিক উত্তাল পরিস্থিতি সৃষ্টি করেন। তিনি দাবি করেন, রাজনৈতিক বিরোধিতা ও রাষ্ট্রবিরোধী শক্তি দমনেই এই সিদ্ধান্ত জরুরি ছিল।
জাতীয় পরিষদে সেনা মোতায়েন ও আইনপ্রণেতাদের মুখোমুখি হওয়ার দৃশ্য দেশটির ১৯৮৭ সালের গণতন্ত্রে উত্তরণের আগের সামরিক শাসনের দুঃসহ স্মৃতি ফিরিয়ে আনে। তবে আইনপ্রণেতারা সামরিক আইন বাতিল করে দিলে ইউন কয়েক ঘণ্টার মধ্যেই তা প্রত্যাহার করেন।
আগামী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির লি জে-মিয়ংকে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে, যদিও তিনি দুর্নীতি ও অন্যান্য অভিযোগে একাধিক মামলার সন্মুখিন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.