05/02/2025 ৩০ এপ্রিলের মধ্যে পাকিস্তান না ছাড়লে আফগান অভিবাসীদের বহিষ্কারের হুমকি
মুনা নিউজ ডেস্ক
১১ এপ্রিল ২০২৫ ১৮:০১
পশ্চিমা দেশগুলোতে পুনর্বাসনের অপেক্ষায় থাকা হাজার হাজার আফগান শরণার্থীকে যদি তাদের স্বাগতিক দেশগুলো ৩০ এপ্রিলের মধ্যে স্থানান্তরিত না করে তবে পাকিস্তান থেকে তাদের বহিষ্কার করা হবে। পাক সরকারের এক গুরুত্বপূর্ণ মন্ত্রী একথা সাফ জানিয়ে দিয়েছেন।
সেইসঙ্গে দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাল্লাল চৌধুরী আফগান নাগরিক কার্ড (ACC) ধারকদের প্রত্যাবাসনের সময়সীমা বৃদ্ধির সম্ভাবনাও নাকচ করে দিয়েছেন, যা ৩১ মার্চ শেষ হয়ে গেছে। এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, এখনও পর্যন্ত ৮,৫৭,১৫৭ জন অবৈধ বিদেশি নাগরিককে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। অবৈধ অভিবাসীদের ৩১ মার্চের মধ্যে স্বেচ্ছায় চলে যেতে বলা হয়েছিল, তাদের জন্য কোনও বর্ধিত সময়সীমা থাকবে না।
তিনি আরও বলেন যে, অনেক ব্যক্তিকে একাধিক দেশ পুনর্বাসনের জন্য অনুমোদন দিয়েছে, কিন্তু প্রক্রিয়াটি বিলম্বিত হচ্ছে। চৌধুরী বলেন, এই ধরনের ব্যক্তিদের জন্য অভিন্ন মেয়াদ বৃদ্ধি সম্ভব নয়, তবে ‘যুক্তিসঙ্গত কারণ থাকলে বিশেষ মামলাগুলো সরকার বিবেচনা করে দেখতে পারে।’
তিনি বলেন, পাকিস্তানে প্রবেশের জন্য বৈধ ভিসা এবং পাসপোর্ট দেখানো প্রয়োজন। তিনি স্মরণ করিয়ে দেন যে, অবৈধ বিদেশি নাগরিকদের প্রত্যাবাসনের নীতি ২০২৩ সালের অক্টোবর থেকে কার্যকর ছিল এবং এর পর্যায়গুলো তালিকাভুক্ত করা হয়েছে: প্রথম পর্যায়ে, বৈধ কাগজপত্র ছাড়া অননুমোদিত বিদেশিদের ফেরত পাঠানো হয়েছিল।
দ্বিতীয় পর্যায়ে, আফগান নাগরিক কার্ড ধারকদের প্রত্যাবাসন করা হচ্ছে, এবং তৃতীয় পর্যায়ে, যাদের নিবন্ধনের প্রমাণ (PoR) কার্ড আছে তাদের বহিষ্কার করা হবে। মন্ত্রী ব্যাখ্যা করে জানিয়েছেন যে বর্তমান বাস্তবতা এবং নিরাপত্তা উদ্বেগের আলোকে এই লোকদের বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি দাবি করেন যে, আফগান নাগরিকরা পাকিস্তানে মাদক ব্যবসা এবং সন্ত্রাসবাদের সাথে জড়িত ছিল বলে দেখা গেছে।
এসিসি হোল্ডারদের মর্যাদা নিশ্চিত করার ব্যবস্থা নিয়ে আলোচনা করে চৌধুরী দাবি করেন যে, আজাদ কাশ্মীর এবং গিলগিট-বালতিস্তানসহ সমস্ত প্রদেশ এই উদ্যোগের সাথে সম্পূর্ণরূপে একমত।
তিনি বলেন, পাঞ্জাবে ৩৮টি, খাইবার পাখতুনখোয়ায় ৩ টি, সিন্ধুতে ২ টি, আজাদ কাশ্মীরে ৩ টি এবং বেলুচিস্তান, ইসলামাবাদ এবং গিলগিট-বালতিস্তানে ১ টি করে ট্রানজিট পয়েন্ট স্থাপন করা হয়েছে।
তিনি বলেন, আফগানিস্তানে যাওয়ার আগে এসিসি হোল্ডারদের এখানে রাখা হয়েছিল। তাদের আশ্রয়, খাবার, চিকিৎসা সেবা এবং পরিবহন সুবিধা প্রদান করা হচ্ছে। নিবন্ধিত আফগান নাগরিকদের সংখ্যা জানিয়ে মন্ত্রী বলেন, ৮১৫,২৪৭ জন আফগান নাগরিক কার্ডধারী ছিলেন, যেখানে ১,৪৬৯,৫২২ জন পিওআর প্রোগ্রামের অধীনে নিবন্ধিত ছিলেন।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, যেসব আফগান ইউএনএইচসিআর-এ নিবন্ধিত নন বা তৃতীয় কোনও দেশে পুনর্বাসনের অপেক্ষায় নেই, তাদের ট্র্যাক করে ফেরত পাঠানোর জন্য আলাদা ব্যবস্থা রয়েছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.