05/02/2025 ফিলিস্তিনের মুক্তির দাবিতে সোহরাওয়ার্দীতে গণজমায়েত
মুনা নিউজ ডেস্ক
১২ এপ্রিল ২০২৫ ১৮:০৬
‘ফিলিস্তিন মুক্ত করো’, ‘গাজা রক্তে রঞ্জিত, বিশ্ব কেন নীরব’, ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’ স্লোগান দিচ্ছেন কর্মসূচিতে আসা লোকজন। যেন ফিলিস্তিনের মুক্তির দাবিতে মুখরিত পুরো সমাবেশস্থল।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা ও গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে গণজমায়েত কর্মসূচি ‘মার্চ ফর গাজা’। আজ শনিবার (১২ এপ্রিল) দুপুর ৩টার কিছু পর এ কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে অংশ নিয়েছেন লাখ লাখ মানুষ।
‘ফিলিস্তিন মুক্ত করো’, ‘গাজা রক্তে রঞ্জিত, বিশ্ব কেন নীরব’, ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’ স্লোগান দিচ্ছেন কর্মসূচিতে আসা লোকজন। যেন ফিলিস্তিনের মুক্তির দাবিতে মুখরিত পুরো এলাকা।
‘মার্চ ফর গাজা’ নামে এ কর্মসূচির আয়োজন করেছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ নামে একটি প্লাটফর্ম। পূর্ব ঘোষণা অনুসারে দুপুর ৩টায় এ কর্মসূচি শুরুর কথা ছিল। এতে অংশ নিয়ে রাজধানী ও আশপাশের জেলাসহ সারা দেশ থেকে গণজমায়েতে অংশ নিয়েছেন নানা শ্রেণী-পেশার লাখো জনতা। তাদের হাতে রয়েছে বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা ও নানা স্লোগান লেখা প্ল্যাকার্ড।
সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, যেমন বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), হেফাজতে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন সংগঠন, ইসলামি বক্তা এ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছেন।
এদিন সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানের প্রতিটি গেটে ভিড় করতে শুরু করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মানুষের ঢল। রাজধানীর মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, বিজয় সরণি, ফার্মগেট, বাংলামোটর ও শাহবাগ এলাকা হয়ে ছোট-বড় মিছিল নিয়ে শাহবাগ, দোয়েল চত্বর ও নীলক্ষেতের দিক থেকে আসতে শুরু করে সাধারণ জনতা। কেউ পায়ে হেঁটে, কেউ বাসে-মেট্রোরেলে, কেউবা পিকআপ ট্রাক ভাড়া করে ছুটেছেন সমাবেশস্থলের দিকে।
তেজগাঁও ও খিলগাঁও এলাকায় প্রচুর মানুষকে ট্রেনের ছাদে চড়ে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য আসতে দেখা গেছে। তাদের সবাই এসেছেন নিরীহ ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানাতে।
দুপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, নীলক্ষেত, নিউমার্কেট মোড়, আজিমপুর বাসস্ট্যান্ড, বুয়েট এলাকা, চানখারপুল, গুলিস্তান, বায়তুল মোকারমের চারপাশ, জিরো পয়েন্ট, পল্টন মোড়, দৈনিক বাংলা মোড়, ফকিরাপুল, নয়াপল্টন এলাকা, শান্তিনগর, মালিবাগ, মৌচাক, মগবাজার, ফার্মগেট, কাওরান বাজার মোড়, বাংলামোটর, সায়েন্স ল্যাব, কাঁটাবন মোড় এলাকায় মানুষের ভিড় দেখা যায়। এসব এলাকায় যানবাহন চলাচল এক রকম বন্ধ রয়েছে।
এদিকে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিকে ঘিরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এবং এর আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সকাল থেকেই সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও সাদা পোশাকে গোয়েন্দারা সতর্ক অবস্থান নিয়ে নজরদারি বাড়িয়েছেন।
সরেজমিনে দেখা যায়, রাজধানীর বাংলামোটর, শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বর ও মৎস্য ভবন এলাকা জুড়ে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। এ ছাড়া সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন প্রবেশপথে বসানো হয়েছে চেকপোস্ট।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.