05/02/2025 ভয়েস অফ আমেরিকা বন্ধে ট্রাম্প প্রশাসনের উদ্যোগ আটকে দিলেন বিচারক
মুনা নিউজ ডেস্ক
২৩ এপ্রিল ২০২৫ ১১:৪৮
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংবাদ পরিষেবা ভয়েস অফ আমেরিকা (ভিওএ) বন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টা আটকে দিয়েছেন ফেডারেল বিচারক রয়েস ল্যাম্বার্থ। ট্রাম্প বেআইনিভাবে সংবাদমাধ্যমটি বন্ধ করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
এতে বলা হয়, কংগ্রেস গঠিত ও রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত ওই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমটি ৮৩ বছর ধরে বিশ্বজুড়ে সংবাদ প্রচার করে আসছে। মার্চে ভয়েস অফ আমেরিকার ১৩০০ জনের বেশি কর্মীকে ছুটিতে পাঠায় ট্রাম্প প্রশাসন।
মঙ্গলবার দেয়া রায়ে রয়েস ল্যাম্বার্থ নির্দেশ দিয়েছেন যে, ট্রাম্প প্রশাসন যেন ভয়েস অফ আমেরিকার পূর্বের সক্ষমতা ফিরিয়ে আনে। ‘বামপন্থী পক্ষপাতিত্ব করা ও যথেষ্ট আমেরিকানপন্থী’ না হওয়ার অজুহাতে মার্চে সংবাদমাধ্যমটি বন্ধের ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। তবে ভয়েস অফ আমেরিকার আইনজীবীরা বলেছেন, তারা নিরপেক্ষ, সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ।
রাষ্ট্রীয় অর্থায়নে চলা আরও দুটি সংবাদমাধ্যম হলো-রেডিও ফ্রি এশিয়া ও মিডল ইস্ট ব্রডকাস্টিং নেটওয়ার্কস। বিচারক ল্যাম্বার্থ ওই দুটি সংবাদমাধ্যমের সক্ষমতা ফিরিয়ে আনারও নির্দেশ দিয়েছেন। তবে রেডিও ফ্রি ইউরোপ বা রেডিও লিবার্টি ও ওপেন টেকনোলজি ফান্ড এর ক্ষেত্রে একই রকম আবেদন নাকচ করেছেন ওই বিচারক।
রায়ে ল্যাম্বার্থ বলেছেন, ভয়েস অফ আমেরিকা বন্ধের পেছনে ছিলো তড়িঘড়ি করে নেয়া সিদ্ধান্ত। যা প্রমাণ করে প্রশাসনের উদ্দেশ্য ছিলো রাজনৈতিক মতাদর্শ অনুযায়ী প্রতিষ্ঠানের পুনর্গঠন। এদিকে ওই রায়কে ‘শক্তিশালী বার্তা’ হিসেবে দেখছে মিডিয়া কর্মীদের সংগঠন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.