05/01/2025 আঞ্চলিক নিরাপত্তা আলোচনায় আর্জেন্টিনা গেলেন বিশেষ সামরিক প্রতিনিধি
মুনা নিউজ ডেস্ক
৩০ এপ্রিল ২০২৫ ১৫:২২
আঞ্চলিক নিরাপত্তা জোরদার করার বিষয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা মঙ্গলবার বুয়েনস আয়ার্সে আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মাইলির সাথে বৈঠক করেছেন। বুয়েনস আয়ার্স থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ কমান্ডের (সাউথকম) কমান্ডার অ্যাডমিরাল অ্যালভিন হোলসি মাইলি এবং প্রতিরক্ষামন্ত্রী লুইস পেট্রির সাথে দেখা করেছেন। তিনি বলেন, তার উপস্থিতি ট্রাম্প প্রশাসন দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির প্রতি ‘কৌশলগত গুরুত্ব’ তুলে ধরেছে।
গত ২০২৩ সালের ডিসেম্বর থেকে ক্ষমতায় থাকা স্বঘোষিত ‘অরাজক-পুঁজিবাদী’ মাইলি রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ও আদর্শিক নৈকট্য দাবি করেন, যার প্রশাসনকে তিনি ‘স্বাভাবিক’ এবং ‘কৌশলগত’ মিত্র হিসেবে দেখেন।
দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, হোলসির আলোচনা ‘আমাদের দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী সামরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আবর্তিত হবে। যার লক্ষ্য আঞ্চলিক নিরাপত্তা জোরদার করা এবং অভিন্ন স্বার্থকে এগিয়ে নেওয়া।
ট্রাম্পের পূর্বসূরী জো বাইডেনের প্রশাসন এক বছর আগে ‘আর্জেন্টিনার প্রতিরক্ষা আধুনিকীকরণকে সমর্থন করার জন্য’ ৪০ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা করেছিল।
২০০৩ সালের পর এটি ছিল বুয়েনস আয়ার্সে প্রথম বিদেশী সামরিক অর্থায়ন। দূতাবাসের মতে, হোলসির দক্ষিণে উশুয়াইয়ায় আর্জেন্টিনার নৌঘাঁটি পরিদর্শন করার কথা ছিল। যেখানে তিনি স্থানীয় সামরিক কর্মীদের সাথে তাদের মিশন এবং বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট রক্ষায় তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে অন্তর্দৃষ্টি অর্জনের জন্য যোগাযোগ করবেন।’
পেট্রি এক্স-এ এক পোস্টে লিখেছেন, আর্জেন্টিনা ‘যুক্তরাষ্ট্রের সাথে দুর্দান্ত সম্প্রীতি এবং বোঝাপড়ার একটি পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে। যার একটি সাধারণ এজেন্ডা রয়েছে যার মধ্যে রয়েছে নিরাপত্তা, অর্থনীতি, প্রতিরক্ষা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই।’
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.