05/03/2025 সাহাবায়ে কিরামের জীবনাদর্শ ইসলামী আন্দোলনের অনন্য পাথেয় : ইমাম দেলোয়ার
মুনা সাংগঠনিক ডেস্ক
২ মে ২০২৫ ১০:৩৩
আসহাবে রাসুলের (সা.) জীবন পদ্ধতি মুসলিম মিল্লাতের জন্য অনুসরণীয় উপাদানে সমৃদ্ধ এবং বিশেষ করে ইসলামি আন্দোলনের কর্মীদের জন্য এক অনন্য পথনির্দেশনা। কারণ তাঁরা ছিলেন মানবজাতির সর্বোত্তম আদর্শ মহানবী (সা.) -এর পূর্ণাঙ্গ অনুসারী। মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা) নিউইয়র্ক নর্থ জোনের এডুকেশন ক্যাম্পে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মুনা ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন।
দুইদিন ব্যাপী এই এডুকেশন ক্যাম্প গত ২৬ ও ২৭ এপ্রিল মুনা সেন্টার অফ জ্যামাইকা তথা মসজিদ আর রাইয়্যানে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুনা নিউইয়র্ক নর্থ জোন প্রেসিডেন্ট মোহাম্মদ রাশেদুজ্জামান এবং সঞ্চালনা করেন জোন সেক্রেটারি মমিনুল ইসলাম মজুমদার।
দেড় শতাধিক সিনিয়র মেম্বার ও মেম্বারের অংশগ্রহণে উক্ত ক্যাম্পে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন মুনা ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট আবু আহমেদ নুরুজ্জামান, হারুন অর রশীদ, ন্যাশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর আরমান চৌধুরী, ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর প্রফেসর ড. মোহাম্মদ রুহুল আমিন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য আবু সামীহা সিরাজুল ইসলাম, মাওলানা তোয়াহা আমিন খান, ডা: আতাউল ওসমানী ও সাফায়েত হোসেন সাফা। উপস্থিত ছিলেন ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স ডিরেক্টর শেখ জালাল উদ্দিন ও নর্থ জোন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দিদারুল আলম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরো বলেন, কঠিন ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে মহান আল্লাহর জমিনে তাঁর মনোনীত দ্বীন 'ইসলাম' টিকে আছে। বিশ্বের দিক-দিগন্তে ইসলামের অমিয় বাণী পৌঁছে দিতে আম্বিয়ায়ে কিরাম (আ.) এবং তাদের একনিষ্ঠ অনুসারীগণের অক্লান্ত পরিশ্রম ও আত্মত্যাগ ইতিহাসের পাতায় চিরভাস্বর হয়ে আছে।
অন্যান্য আলোচকবৃন্দ বলেন, পৃথিবীতে আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠায় নিযুক্ত রাহমানের বান্দাদের বিনয়ী, নম্র, ধৈর্য, সহিষ্ণুতা আর প্রজ্ঞার গুণে গুণান্বিত হতে হবে। আল্লাহ্ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক উন্নয়নে শেষ রাতের সালাত আদায়ের চর্চা বাড়াতে হবে। এই দুনিয়ার জীবন অত্যন্ত সীমিত, মানুষের আসল বাসস্থান হলো আখিরাত। সুতরাং আখিরাতের অনন্ত জীবন সুন্দর ও স্বার্থক করার লক্ষ্যে দুনিয়াতে অনৈতিক কাজ পরিহার করা প্রত্যেক মুসলমানের ঈমানী দায়িত্ব।
দুই দিন-ব্যাপী এই অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন নর্থ জোন কার্যকরী কমিটির সদস্য প্রফেসর দেলোয়ার মজুমদার, ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান, এডভোকেট আবুল হাসেম, নূরুস সামাদ চৌধুরী, মঞ্জুর আহমেদ, মোহাম্মদ আব্দুল্লাহ ও কায়কোবাদ কবির প্রমুখ।
আনিসুর রহমান
ডিরেক্টর অফ কমিউনিকেশন, মিডিয়া অ্যান্ড কালচার
মুনা ন্যাশনাল
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.