05/03/2025 ইরানের জেলে জ্যেষ্ঠ ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর
মুনা নিউজ ডেস্ক
২ মে ২০২৫ ১৭:২৫
ইরানে গুপ্তচরবৃত্তি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর ইসরায়েলি সরকারের গুপ্তচর সংস্থা মোসাদের হয়ে কর্মরত একজন জ্যেষ্ঠ কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তেহরানের বিচার বিভাগের মিডিয়া সেন্টার অনুসারে, বুধবার সকালে বিচার, আপিল এবং ইরানের সুপ্রিম কোর্ট কর্তৃক রায়ের চূড়ান্ত নিশ্চিতকরণসহ সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার পর 'মোহসেন ল্যাঙ্গার-নেশিন' নামে চিহ্নিত ওই ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়।
তেহরানে আইআরজিসি কর্নেল হাসান সাইয়াদ খোদাইয়ের হত্যাকাণ্ডের মতো ইসরায়েলি সরকারের পক্ষে গুপ্তচরবৃত্তির কারণে তার বিরুদ্ধে 'মোহারেবেহ' (স্রষ্টার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা) এবং 'পৃথিবীতে দুর্নীতি'র অভিযোগ আনা হয়। বিচার বিভাগের মতে, ল্যাঙ্গার-নেশিন ২০২০ সালের শেষের দিকে মোসাদের সঙ্গে কাজ শুরু করেন এবং উন্নত গুপ্তচরবৃত্তি ও অপারেশনাল প্রশিক্ষণ গ্রহণের তিন মাস পরে তার প্রথম মিশন সম্পন্ন করেন।
দুই বছরেরও বেশি সময় ধরে তিনি ইরানের অভ্যন্তরে মোসাদ-সংশ্লিষ্ট সন্ত্রাসী অভিযানের জন্য ব্যাপক লজিস্টিক এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান করেন, যার মধ্যে তেহরানে সাইয়্যাদ খোদায়ির হত্যাকাণ্ডও অন্তর্ভুক্ত ছিল।
ল্যাঙ্গার-নেশিন ইসফাহানে প্রতিরক্ষা মন্ত্রণালয়-অধিভুক্ত একটি শিল্প কেন্দ্রে হামলার জন্য লজিস্টিক পরিকল্পনা, মোসাদ এজেন্টদের জন্য যোগাযোগ সরঞ্জাম সুরক্ষিত করা, অপারেশনাল উদ্দেশ্যে যানবাহন ক্রয় এবং পরিবর্তন করা, ইসরায়েলি অফিসারদের কাছ থেকে ইরানের অভ্যন্তরে এজেন্টদের কাছে তহবিল স্থানান্তর করা এবং একাধিক প্রদেশে নিরাপদ ঘর ভাড়া দেওয়ার সঙ্গেও জড়িত ছিলেন।
ইরানের বিচার বিভাগ বলেছে, 'রেড উইন্ডোজ' নামে পরিচিত একটি সুরক্ষিত যোগাযোগ প্ল্যাটফর্ম ব্যবহারসহ বিভিন্ন গোয়েন্দা এবং প্রযুক্তিগত প্রমাণের মাধ্যমে তার জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রাথমিক তদন্ত এবং আদালতে উভয় সময়ই দোষী ব্যক্তি বিস্তারিতভাবে স্বীকারোক্তি দিয়েছেন।
ল্যাঙ্গার-নেশিন জর্জিয়া ও নেপালে মোসাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও দেখা করেছিলেন এবং সরাসরি দায়িত্ব পেয়েছিলেন। গুপ্তচরবৃত্তি এবং গোপন অভিযানে উচ্চ প্রশিক্ষিত হওয়া সত্ত্বেও, শেষ পর্যন্ত ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের কর্মীরা তাকে ট্র্যাক করে গ্রেপ্তার করে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.