05/22/2025 নয় মাসে প্রায় ৩৯ হাজার কোটি টাকা বৈদেশিক ঋণ পরিশোধ করলো বাংলাদেশ
মুনা নিউজ ডেস্ক
২ মে ২০২৫ ২০:১২
চলতি অর্থবছরের (২০২৪-২৫) প্রথম ৯ মাসে বৈদেশিক ঋণ পরিশোধের পরিমাণ ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। এ সময়ে বাংলাদেশ উন্নয়ন সহযোগীদের আসল ও সুদ বাবদ মোট পরিশোধ করেছে ৩ দশমিক ২১২ বিলিয়ন ডলার। এপ্রিল শেষে প্রকাশিত অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অর্থাৎ পরিশোধকৃত বিদেশি ঋণের পরিমাণ সুদ ও আসল বাবদ ৩২১ কোটি ডলার বা ৩৯ হাজার কোটি টাকার সমান, যা গত অর্থবছরের (২০২৩-২৪) পুরো সময়ের প্রায় সমান। গত অর্থবছর মোট ৩৩৭ কোটি ডলারের সমপরিমাণ অর্থ পরিশোধ করা হয়েছিল।
গত অর্থবছরের একই সময়ে (জুলাই-মার্চ) ঋণ পরিশোধের পরিমাণ ছিল ২ দশমিক ৫৭১ বিলিয়ন ডলার। সেই হিসেবে এ বছর বৈদেশিক ঋণ পরিশোধ বেড়েছে ২৪ দশমিক ৯ শতাংশ।
বিশ্লেষণে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে মূল অর্থ পরিশোধের পরিমাণ দাঁড়িয়েছে ২ দশমিক ০১১ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের ১ দশমিক ৫১৬ বিলিয়নের চেয়ে ৩২ দশমিক ৬ শতাংশ বেশি।
একই সময়ে সুদ পরিশোধের পরিমাণ দাঁড়িয়েছে ১ দশমিক ২ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের ১ দশমিক ০৫ বিলিয়ন ডলারের তুলনায় ১৩ দশমিক ৮ শতাংশ বেশি।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির জুলাই-মার্চ মাসের বিদেশি ঋণ পরিস্থিতির হালনাগাদ প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। যেখানে বিদেশি ঋণের সুদ ও আসল পরিশোধের এই তথ্য পাওয়া গেছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.