05/03/2025 সংবাদমাধ্যম ‘এনপিআর’ ও ‘পিবিএস’র সরকারি অর্থায়ন বন্ধ করলেন ট্রাম্প
মুনা নিউজ ডেস্ক
২ মে ২০২৫ ২০:৫৪
পক্ষপাতদুষ্টের অভিযোগ তুলে ন্যাশনাল পাবলিক রেডিও (এনপিআর) ও পাবলিক ব্রডকাস্টিং সার্ভিসের (পিবিএস) সরকারি অর্থায়ন বন্ধের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বৃহস্পতিবার অর্থ বন্ধের একটি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করে ট্রাম্প অভিযোগ করেছেন, এই সংবাদমাধ্যমগুলো পক্ষপাতদুষ্ট। ওয়াশিংটন থেকে এএফপি এ সংবাদ জানিয়েছে।
এএফপি জানিয়েছে, এনপিআর এবং পিবিএসের আংশিক অর্থ আসে যুক্তরাষ্ট্রের করদাতাদের কাছ থেকে। অবশিষ্ট অর্থ আসে ব্যক্তিগত অনুদান থেকে। দীর্ঘদিন ধরে বেশিরভাগ মূলধারার সংবাদমাধ্যমের সাথে ট্রাম্পের বৈরি সম্পর্ক বিরাজ করছিল। পূর্বে এগুলোকে ‘জনগণের শত্রু’ হিসাবে বর্ণনা করা হয়েছিল। তবে এর ব্যতিক্রম হলো রক্ষণশীল ফক্স নিউজ, যাদের কয়েকজন উপস্থাপক ট্রাম্প প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে ছিলেন।
ট্রাম্প নির্বাহী আদেশে বলেছেন, ‘এনপিআর এবং পিবিএস মার্কিন করদাতাদের অর্থের মাধ্যমে ‘কর্পোরেশন ফর পাবলিক ব্রডকাস্টিং’ (সিপিবি)-এর মাধ্যমে সরকারি সহায়তা পায়। আমি তাই নির্দেশ দিচ্ছি, সিপিবি বোর্ড ও সব নির্বাহী সংস্থা যেন এনপিআর এবং পিবিএসকে অর্থ দেওয়া বন্ধ করে।’
তিনি আরো বলেছেন, ‘এই দুই প্রতিষ্ঠান সঠিক, নিরপেক্ষ এবং সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করে না।’ তবে কংগ্রেস ইতোমধ্যেই ২০২৭ সাল পর্যন্ত সিপিবি’র বাজেট অনুমোদন করেছে, যা এই নির্বাহী আদেশের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছে।
এনপিআর-এর হিসাব অনুযায়ী, প্রতি সপ্তাহে ৪ কোটির বেশি মার্কিন নাগরিক তাদের রেডিও শোনেন এবং প্রতি মাসে প্রায় ৩ কোটি ৬০ লাখ মানুষ পিবিএসের স্থানীয় টিভি স্টেশন দেখেন।
এনপিআর-এর পরিচালক ক্যাথারিন মাহের গত মার্চ মাসে বলেছিলেন, ২০২৫ সালে তারা সিপিবি থেকে আনুমানিক ১২ কোটি ডলার পাবে, যা তাদের বাজেটের ৫ শতাংশেরও কম।
মিডিয়া অধিকার সংস্থা ‘আরএসএফ’ (রিপোর্টার্স উইদাউট বর্ডারস) শুক্রবার সতর্ক করেছে, ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্রে গণমাধ্যমের স্বাধীনতা ‘উদ্বেগজনক হারে খারাপ হচ্ছে’ এবং স্বাধীন সাংবাদিকদের জন্য সারা বিশ্বেই ‘নজিরবিহীন চ্যালেঞ্জ’ তৈরি হয়েছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.