05/07/2025 বন্ধ হয়ে যাওয়া 'কুখ্যাত' আলকাট্রাজ কারাগার খুলে দেয়ার নির্দেশ ট্রাম্পের
মুনা নিউজ ডেস্ক
৫ মে ২০২৫ ১৬:২২
সান ফ্রান্সিসকোর গোল্ডেন গেট ব্রিজের কাছে একটি দ্বীপে অবস্থিত কঠোর নিরাপত্তার আলকাট্রাজ কারাগার নতুন করে খুলে দেয়ার নির্দেশনা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার তার ট্রুথ সোশ্যাল সাইটে এই বার্তা দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, ভয়াবহ, সহিংস এবং বার বার ক্রিমিনালদের কারণে জর্জরিত। আলকাট্রাজ কারাগার নতুন করে খুলে দিলে তা হবে আইন-শৃংখলা ও ন্যায়বিচারের প্রতীক।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে যত কারাগার আছে তার মধ্যে সবচেয়ে কুখ্যাত বলে যতগুলোর পরিচিতি আছে, তার মধ্যে আলকাট্রাজ অন্যতম। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, শীর্ষ স্থানীয় ডেমোক্রেটরা বলেছেন, এই প্রস্তাব খুব গুরুতর কিছ নয়। সর্বোচ্চ নিরাপত্তা সম্পন্ন ওই কারাগারটি পরিচিত ছিল দ্য রক হিসেবে। তা ১৯৬৩ সালে বন্ধ করে দেয়া হয়। বর্তমানে ওই জায়গাটি পর্যটকদের একটি সফল এলাকা হিসেবে পরিচিত।
প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, আলকাট্রাজ কারাগারকে পুনর্নির্মাণ এবং বিস্তৃত পরিসরে উন্মুক্ত করতে ব্যুরো অব প্রিজনস, আইন মন্ত্রণালয়, এফবিআই এবং হোমল্যান্ড সিকিউরিটিকে নির্দেশনা দিচ্ছি। যুক্তরাষ্ট্রের সবচেয়ে নির্দয় ও সহিংস অপরাধীদের স্থান হবে এই কারাগার। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে গ্যাং সদস্য হিসেবে অভিযুক্তদের এল সালভাদরের সবচেয়ে বড় কারাগারে পাঠিয়েছেন ট্রাম্প। আরও পাঠানোর কথা। কিন্তু এ নিয়ে আদালত বাধ সেধেছে।
মার্চে ভেনেজুয়েলার গ্যাস সদস্য হিসেবে অভিযুক্ত কমপক্ষে ২০০ জনের একটি দলকে ওই কারাগারে পাঠিয়েছেন তিনি। দেশের ভিতরে বেড়ে ওঠা অপরাধীদেরকেও তিনি বিদেশের কারাগারগুলোতে পাঠানোর বিষয়ে কথা বলেছেন।
আলকাট্রাজ মুলত নৌবাহিনীর একটি প্রতিরক্ষা দুর্গ। বিংশ শতাব্দীর শুরুর দিকে সামরিক কারাগার হিসেবে এই কারাগারটি নির্মাণ করা হয়। পরে ১৯৩০-এর দশকে এর দায়িত্ব নেয় যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয়। ফেডারেল কারাগার ব্যবস্থা থেকে অভিযুক্তদের সেখানে নিতে শুরু করে। সেখানে সবচেয়ে কুখ্যাত যেসব গ্যাংস্টারকে রাখা হয়েছে তার মধ্যে আছে আল ক্যাপোন, মিকি কোহেন, জর্জ মেশিন গান কেলি প্রমুখ।
১৯৬২ সালে নির্মাণ করা হয় চলচ্চিত্র ‘বার্ডম্যান অব আলকাট্রাজ’। এই ছবির কারণে এই কারাগার ব্যাপক পরিচিতি পায়। ছবিটিতে অভিনয় করেন অভিযুক্ত খুনি রবার্ট স্ট্রোড হিসেবে বার্ট ল্যাঙ্কাস্টার। এ ছাড়া ১৯৯৬ সালে ‘দ্য রক’ ছবিও নির্মাণ করা হয় এখানে। এতে অভিনয় করেন সিন কোনারি, নিকোলাস কেজ প্রমুখ।
ফেডারেল ব্যুরো অব প্রিজন ওয়েবসাইট অনুযায়ী, এই কারাগার চালাতে খুব বেশি খরচ হচ্ছিল বলে তা বন্ধ করে দেয়া হয়। একটি ফেডারেল কারাগার চালাতে যে পরিমাণ অর্থ খরচ হয় এই কারাগার চালাতে তার চেয়ে প্রায় তিনগুন বেশি অর্থ খরচ হয়। কারণ, মূল ভূখণ্ডের সঙ্গে এই দ্বীপ কারাগারের কোনো যোগাযোগ নেই।
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার ডেভিস স্কুল অব ল-এর প্রফেসর গাব্রিয়েল জ্যাক চিন বলেন, এই আলকাট্রাজ কারাগার সচল করতে হলে এখন বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হবে। বর্তমানে সেখানে প্রচুর বেড প্রয়োজন। ফলে সেখানে নতুন বেড দেয়া হবে কিনা তা পরিষ্কার নয়। তার ওপরে ফেডারেল প্রিজন সিস্টেমে এখন শতকরা প্রায় ২৫ ভাগ জনশক্তি কম আছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.