05/06/2025 স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়লেই ১,০০০ ডলার : ট্রাম্প প্রশাসন
মুনা নিউজ ডেস্ক
৬ মে ২০২৫ ১৫:১৩
যুক্তরাষ্ট্র থেকে স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে ইচ্ছুক অভিবাসীদের এক হাজার ডলারের ভাতা ও ভ্রমণ খরচে সহায়তা দেবে ট্রাম্প প্রশাসন। গতকাল সোমবার হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) এ তথ্য জানিয়েছে।
ডিএইচএস জানিয়েছে, স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগ করা অভিবাসীদের এই ভাতা ও সম্ভাব্য বিমান ভাড়ার খরচ জোরপূর্বক নির্বাসনের তুলনায় অনেক কম। বর্তমানে কোনো অনিবন্ধিত ব্যক্তিকে গ্রেপ্তার, আটক ও দেশে ফেরত পাঠাতে গড়ে প্রায় ১৭ হাজার ডলার খরচ হয়।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্র থেকে লাখ লাখ মানুষকে দেশ থেকে ফেরতা পাঠানোর অঙ্গীকার করেছিলেন। তবে এখন পর্যন্ত তার প্রশাসন পূর্বসূরি ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের তুলনায় কম সংখ্যক অভিবাসীকেই তিনি যুক্তরাষ্ট্র ত্যাগ করতে বাধ্য করেছেন।
বাইডেনের সময় অবৈধ অভিবাসনের সংখ্যা অনেক বেশি ছিল। এদের অনেককেই তখন সীমান্ত থেকে দ্রুত ফেরত পাঠানো হয়।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) তথ্য অনুযায়ী, ২০ জানুয়ারি থেকে ট্রাম্প প্রশাসন ১ লাখ ৫২ হাজার জনকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠিয়েছেন। গত বছর ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে বাইডেন প্রশাসনের ফেরত পাঠানো লোকের সংখ্যা ১ লাখ ৯৫ হাজার।
ট্রাম্প প্রশাসন অভিবাসীদের স্বেচ্ছায় দেশত্যাগে উৎসাহ দিতে কয়েকটি কৌশল গ্রহণ করেছে- যেমন কঠোর জরিমানার হুমকি, বৈধ অভিবাসন মর্যাদা কেড়ে নেওয়ার চেষ্টা এবং কিছু অভিবাসীকে গুয়ান্তানামো বে ও এল সালভাদরের মতো কুখ্যাত কারাগারে পাঠানো।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সেক্রেটারি ক্রিস্টি নোয়েম এক বিবৃতিতে বলেছেন, 'যদি আপনি অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করে থাকেন, তাহলে গ্রেপ্তার এড়াতে সবচেয়ে নিরাপদ, সহজ ও সাশ্রয়ী উপায় হল নিজে যুক্তরাষ্ট্র ত্যাগ করা।'
চলতি বছরের মার্চে ট্রাম্প প্রশাসন 'সিবিপি হোম' নামে একটি নতুন অ্যাপ চালু করেছে, যা অভিবাসীদের স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছেড়ে যেতে সহায়তা করবে।
এই অ্যাপটি আগে 'সিবিপি ওয়ান' নামে পরিচিত ছিল এবং বাইডেন প্রশাসনের অধীনে তা অভিবাসীদের যুক্তরাষ্ট্রে বৈধভাবে প্রবেশে সহায়তা করত। ট্রাম্প প্রশাসন এখন এটি নিজ থেকে দেশ ত্যাগের প্রক্রিয়া সহজের জন্য ব্যবহার করছে। এপ্রিল মাসে ট্রাম্প এই ভাতা পরিকল্পনার পূর্বাভাস দেন।
তিনি বলেন, 'যদি তারা ভালো হয় ও আমরা তাদের আবার নিতে চাই, তাহলে আমরা তাদের যত দ্রুত সম্ভব ফেরত আনতে কাজ করব।'
সোমবারের ঘোষণায় হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) জানায়, যারা স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তারা ভবিষ্যতে বৈধভাবে ফিরে আসার সুযোগ ধরে রাখতে সাহায্য করতে পারে। তবে তারা এই বিষয়ে কোনো নির্দিষ্ট পথ বা কর্মসূচির বিষয় উল্লেখ করেনি।
অভিবাসন অধিকার সংগঠন 'মেক দ্য রোড নিউইয়র্ক' ট্রাম্প প্রশাসনের ভাতা পরিকল্পনার সমালোচনা করেছে এবং অভিবাসীদের এই প্রস্তাব গ্রহণের আগে আইনজীবীর পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।
সংগঠনের উপপরিচালক নাটালিয়া অ্যারিস্টিজাবাল এই কর্মসূচিকে 'নির্দয়' এবং 'ভ্রান্ত ধারণাদানকারী' বলে অভিহিত করেন। তিনি বলেন, ট্রাম্প প্রশাসন অনেক অভিবাসীর আবার যুক্তরাষ্ট্রে ফিরে আসার ক্ষেত্রে যে বাধাগুলো থাকবে, সেগুলোর কথা উল্লেখই করেনি।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.