05/08/2025 আমদানিকৃত চলচ্চিত্রে শতভাগ শুল্কারোপে ট্রাম্পের নির্দেশ
মুনা নিউজ ডেস্ক
৮ মে ২০২৫ ০৬:২৫
যুক্তরাষ্ট্রের বাইরে নির্মিত সব চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ শুল্কারোপের নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল ট্রাম্প নতুন এই শুল্কারোপের নির্দেশ দেওয়ার কথা জানান।
ট্রাম্পের দাবি, চলচ্চিত্র নির্মাতা ও স্টুডিওগুলোর বিদেশে চলচ্চিত্র নির্মাণের প্রবণতায় হলিউড ‘ধ্বংস’ হয়ে যাচ্ছে। তাই তিনি বিদেশে নির্মিত সব চলচ্চিত্রের ওপর শতভাগ শুল্কারোপের নির্দেশ দিচ্ছেন।
এমন এক সময় ট্রাম্পের কাছ থেকে এই ঘোষণা এল, যখন আগ্রাসী বাণিজ্যনীতির কারণে দেশে-বিদেশে তুমুল সমালোচনার মুখে তিনি। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই ট্রাম্প বিভিন্ন দেশের পণ্যের ওপর বিপুল পরিমাণে শুল্ক আরোপ করেছেন।
নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, বিদেশে নির্মিত, বিদেশ থেকে যুক্তরাষ্ট্রে আসা সব চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ শুল্কারোপের প্রক্রিয়া অবিলম্বে শুরু করতে তিনি বাণিজ্য দপ্তর ও বাণিজ্য প্রতিনিধিকে নির্দেশ দিচ্ছেন।
গত মাসে চীন বলেছিল, তারা আমদানি করা আমেরিকান চলচ্চিত্রের সংখ্যা কমাবে। চীনের এমন ঘোষণার প্রেক্ষাপটে ট্রাম্প এখন বিদেশে নির্মিত চলচ্চিত্রের ওপর শতভাগ শুল্ক আরোপের নির্দেশ দিলেন। যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক বাণিজ্যনীতির প্রধান ভুক্তভোগী চীন। ট্রাম্প ইতিমধ্যে চীনের অনেক পণ্যের ওপর ১৪৫ শতাংশ শুল্কারোপের ঘোষণা দিয়েছেন।
গতকাল ট্রাম্প লেখেন, যুক্তরাষ্ট্রের চলচ্চিত্রশিল্প খুব দ্রুতগতিতে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। অন্যান্য দেশ চলচ্চিত্র নির্মাতা ও স্টুডিওগুলোকে যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে নিতে নানা ধরনের প্রণোদনা দিচ্ছে। হলিউডসহ যুক্তরাষ্ট্রের অনেক এলাকা ধ্বংস হয়ে যাচ্ছে। এটাকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকির শামিল বলে উল্লেখ করেন ট্রাম্প।
ট্রাম্পের নতুন শুল্ক আরোপের ঘোষণা চলচ্চিত্রশিল্পের ওপর কী প্রভাব ফেলবে কিংবা ঠিক কীভাবে এই শুল্ক কার্যকর করা হবে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.