05/14/2025 ভারত-পাকিস্তান পারমানবিক লড়াই ঠেকানোর কৃতিত্ব দাবি ট্রাম্পের
মুনা নিউজ ডেস্ক
১৩ মে ২০২৫ ১৭:৩৭
ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির পর উত্তেজনা হ্রাস পাওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে এই দুটি দেশের মধ্যে খুব ‘খারাপ একটি পারমাণবিক যুদ্ধ বন্ধ হয়েছে। কিন্তু ভারত একথা উল্লেখ না করে বার বার বলছে, পাকিস্তানের অনুরোধে যুদ্ধবিরতি হয়েছে। এমন অবস্থায় হাটে হাঁড়ি ভেঙে দিলেন ট্রাম্প।
এদিকে যুদ্ধবিরতি ঘোষণার পর শুরু হয়েছে এতে কে জিতলো আর কে হারলো তা নিয়ে বাগযুদ্ধ। সোমবার জাতির উদ্দেশে ভাষণে ইসলামাবাদকে কঠোর ভাষায় হুঁশিয়ার করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, পাকিস্তান যদি নিউক্লিয়ার অস্ত্র দিয়ে ব্লাকমেইল করে তাহলে তা তার দেশ সহ্য করবে না। তিনি আরও বলেন, এখনও যুদ্ধ শেষ হয়নি। স্থগিত অবস্থায় আছে। তার অর্থ তিনি কি যুদ্ধবিরতি মেনে নেননি!
অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভবিষ্যতে ভারতের সঙ্গে আলোচনার ইস্যু হবে কাশ্মীর, সন্ত্রাস ও পানি ইস্যু। এ নিয়ে যখন বিতর্ক তুঙ্গে তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ থামিয়েছে যুক্তরাষ্ট্র। এ খবর দিয়েছে অনলাইন ডন।
তিনি হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় উল্লেখ করেন দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রের অধিকারী এই দুই দেশের মধ্যে যুক্তরাষ্ট্রের বিরল এক কূটনৈতিক হস্তক্ষেপের কথা। একই সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের বৃহত্তর কৌশলের কথা উল্লেখ করেন। ট্রাম্প বলেন, আমরা একটি পারমাণবিক যুদ্ধ বন্ধ করেছি। আমি মনে করি এটা হতো খারাপ একটি পারমাণবিক যুদ্ধ। তাতে লাখ লাখ মানুষ মারা যেতো। এটা সম্ভবত যুক্তরাষ্ট্রের এই নেতার পক্ষ থেকে এ পর্যন্ত সবচেয়ে কঠোর সতর্কবার্তা।
তিনি বৈশ্বিক নিরাপত্তা নিয়ে এমনিতেই খুব একটা কথা বলেন না। এর মধ্য দিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে ভঙ্গুর শান্তির বিষয়ে ওয়াশিংটনের ক্রমবর্ধমান উদ্বেগকে তুলে ধরে। ট্রাম্প এই সমস্যার সমাধান করতে বলেন, যদি দুই দেশ আলোচনা অব্যাহত রাখে তাহলে তাদের উভয়ের জন্যই বাণিজ্য বৃদ্ধিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র।
তিনি বলেন, আমরা পাকিস্তানের সঙ্গে বিপুল পরিমাণ বাণিজ্য করতে যাচ্ছি। ভারতের সঙ্গেও বিপুল পরিমাণ বাণিজ্য করতে যাচ্ছি। ঠিক এই মুহূর্তে আমরা ভারতের সঙ্গে আলোচনা করছি। খুব শিগগিরই আমরা পাকিস্তানের সঙ্গে আলোচনা করবো। এর মধ্য দিয়ে তিনি অর্থনৈতিক সহযোগিতা ব্যবহার করে এই অঞ্চলে স্থিতিশীলতা অব্যাহত রাখতে চান।
ট্রাম্প প্রশাসন শান্তি প্রতিষ্ঠায় দৃশ্যত জোর দিয়েছে। তিনি বলেছেন, গত শনিবার অবিলম্বে যুদ্ধবিরতি করতে সহায়তা করেছে আমার প্রশাসন। এই দুই দেশের কাছে প্রচুর পারমাণবিক অস্ত্র আছে। আমি আশা করবো ভারত ও পাকিস্তানের মধ্যে স্থায়ী একটি যুদ্ধবিরতি হবে। তার এই বর্ণনাকে নাটকীয় মনে হতে পারে। কিন্তু এই সংঘাত সমাধানে তিনি বিশ্বাস করছেন বাণিজ্য হতে পারে কূটনীতির একটি শক্তিশালী হাতিয়ার।
উত্তেজনা নিরসনে উভয় দেশের ভূমিকার জন্য নেতৃত্বের প্রশংসা করেন ট্রাম্প। তিনি বলেন, আমি খুব গর্বিত যে, ভারত ও পাকিস্তানের নেতৃত্ব দ্বার্থহীন এবং শক্তিশালী। প্রেসিডেন্ট ট্রাম্প আবারও যুদ্ধ বন্ধের বিষয়ে জোর দেন। তিনি বলেন, আমরা একটি পারমাণবিক যুদ্ধ বন্ধ করেছি। আমি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে তাদের কাজের জন্য ধন্যবাদ দিই। এর মধ্য দিয়ে শান্তি প্রক্রিয়ায় তাদের সহয়ক ভূমিকার জন্য কৃতীত্ব দেন ট্রাম্প।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.